Monday, August 25, 2025

উৎসবের মরশুমে রেশনে ভর্তুকিতে মিলবে ময়দা-চিনি! কারা পাবেন? জেনে নিন

Date:

Share post:

আসন্ন উৎসবের মরশুমে রাজ্য সরকার অন্ত্যোদয় এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারগুলিকে রেশনে সস্তায় ময়দা ও চিনি সরবরাহ করবে। দুর্গাপুজো, কালীপুজো ও ছটপুজো উপলক্ষ্যে তাঁদের অন্যান্য প্রাপ্য খাদ্য সামগ্রীর পাশাপাশি ভর্তুকিতে ২৮ টাকা কেজি দরে ময়দা এবং ৩২ টাকা কেজি দরে চিনি সরবরাহ করা হবে। আজ থেকে আগামী ১৮ ই নভেম্বর পর্যন্ত এই সুবিধা চালু থাকবে বলে খাদ্য দফতর জানিয়েছে।

প্রত্যেক মাসেই বিভিন্ন প্রকারের রেশন কার্ডের মধ্যে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী বরাদ্দ করেছে সরকার, তা খাদ্য দফতরের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়ে থাকে। সরকারের তরফে যে ক্যাটেগরির কার্ডে যতটা রেশন দ্রব্য বরাদ্দ হয়েছে, সেই তালিকা বোর্ডে বা কাগজের প্রিন্ট আউটে দোকানের সামনে টাঙিয়ে দেওয়া সরকারেরই নিয়ম। যাতে বিভিন্ন রকম রেশন প্রাপকরা সরকার কর্তৃক বরাদ্দকৃত রেশনের পরিমাণ সম্পর্কে বিভ্রান্ত না হয়।

পুজোর মাসে রাজ্যের বিভিন্ন রেশন দোকানে কার্ড অনুযায়ী নিম্নলিখিত পরিমাণ বিনামূল্যে রেশন দ্রব্য বন্টন করা হবে রেশন ডিলারের তরফে দুয়ারে সরকার ক্যাম্পে। স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড। -এই দুই প্রকার রেশন কার্ড যাদের রয়েছে সেইসকল পরিবারের সদস্যরা মাথাপিছু তিন কেজি চাল, মাথাপিছু দুই কেজি গম অথবা তিন প্যাকেট করে আটা বিলি করা হবে একেবারে বিনামূল্যে। অন্ত্যোদয় অন্ন যোজনা -র গ্রাহকেরা পরিবার পিছু একুশ কেজি করে চাল, চৌদ্দ কেজি গম বা তেরো কেজি তিনশো গ্রাম আটা বিনাামূল্যে পাবেন। আটা না থাকলে আটার পরিবর্তে গম দেওয়া হবে সংশ্লিষ্ট পরিবার গুলিকে। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ শ্রেণীর রেশন কার্ড থাকলে সুবিধাভোগীদের মাথা পিছু তিন কেজি করে চাল এবং দুই কেজি করে আটা দেওয়া হবে এই মাসে। আটা না থাকলে আটার পরিবর্তে গম দেওয়া হবে। এছাড়াও এই সাধারণ রেশন বন্টনের পাশাপাশি, রাজ্য সরকারের রেশনের বিশেষ প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন সামগ্রী প্রদান করা হবে। যেমন- আপনি যদি জঙ্গলমহলের বাসিন্দা হন এবং আপনার পরিবারে সদস্যের সংখ্যা তিনজনের বেশি হলে অন্য়োদয় কার্ড হোল্ডারদের পরিবার পিছু অতিরিক্ত ৮ কেজি চাল ও তিন কেজি গম দেওয়া হবে।

আরও পড়ুন- হামাসের হা.মলা গোয়েন্দা বিভাগের ‘ব্য.র্থতা’! মেনে নিলেন ইজরায়েলের আভ্যন্তরীণ নি.রাপত্তা উপদেষ্টা

জঙ্গল মহলের বাসিন্দা PHH ও RKSY-I এই দুই প্রকার রেশন কার্ড ধারীরা অতিরিক্ত ৬ কেজি করে চাল পাবেন। একইভাবে পাহাড়ের বাসিন্দা, চা বাগানের কর্মী রেশন কার্ড ধারীরাও এমাসে অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন বলে জানানো হয়েছে।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...