Monday, December 22, 2025

বিশ্বকাপে কিউয়িদের শা.সন! আফগানিস্তানকে ১৪৯ রানে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড

Date:

Share post:

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমক দিলেও গতবারের রানার্স নিউজিল্যান্ডের সঙ্গে পেরে উঠল না আফগানিস্তান। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কিউয়িদের কাছে ১৪৯ রানের বিরাট ব্যবধানে হার আফগানদের। রহমানুল্লাহ গুরবাজরা এদিন ব্যাট হাতে ব্যর্থ। চিপকের উইকেটেও ইংল্যান্ড-বধের নায়ক রশিদ খান, মুজিব উর রহমানদের স্পিন নিউজিল্যান্ড ব্যাটারদের কাবু করতে পারেনি। বিশ্বকাপে টানা চতুর্থ জয়ে খেতাবি দৌড়ে ছুটছে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে ফের শীর্ষে টম লাথামরা।

বুধবার টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আফগানিস্তান। অধিনায়ক লাথাম (৬৮), উইল ইয়ং (৫৪) ও গ্লেন ফিলিপসের (৭১) অর্ধশতরানের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রান করে কিউয়ি ব্রিগেড। ইয়ং, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলদের হারিয়ে একটা সময় চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে ফিলিপস, লাথাম ও মার্ক চ্যাপম্যানের (অপরাজিত ২৫) মরিয়া লড়াই কিউয়িদের তিনশোর কাছাকাছি স্কোরে পৌঁছে দেয়।

জবাবে আফগানিস্তান শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরিরা শুরুতেই ধাক্কা দেন আফগান টপ অর্ডারে। বাকি কাজটা সারেন মিচেল স্যান্টনার, লকি ফার্গুসনরা। মাত্র ৩৪.৪ ওভারেই আফগানিস্তান গুটিয়ে যায় ১৩৯ রানে। রহমত শাহ দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন। কিউয়িদের হয়ে স্যান্টনার ও ফার্গুসন নেন ৩টি করে উইকেট। বোল্টের ঝুলিতে ২ উইকেট। দুর্দান্ত ক্যাচ নিয়ে এবং অনবদ্য বোলিং করে ম্যাচে নজর কাড়েন স্যান্টনার। তবে চাপের মুখে ৭১ রান করা ফিলিপসই ম্যাচের সেরা।

আরও পড়ুন- পাট চাষীদের এমএসপি পাওয়া নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ রাজ্যের

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...