Thursday, January 29, 2026

বিজয়া দশমীতে গৃহস্থের মঙ্গল কামনায় বিশেষ উদ্যোগ! টাকসোনা পাখি নিয়ে মানুষের দুয়ারে বাণী

Date:

Share post:

পাখির ঠোঁটে সুমঙ্গলের বার্তা। প্রতিবছর বিজয়ার (Bijaya Dashami) সকালে এই বার্তা এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে দেন কাটোয়ার (Katwa) জগদানন্দপুর পঞ্চায়েতের আখড়া গ্রামের বাণী রায়। দুর্গার ভাসানের দিন সকালে নিজের গ্রামতো বটেই আশপাশের গ্রামগুলির দরজায় দরজায় ঘোরেন বাণী। মঙ্গলবার দেখা গেল কাপড় জড়ানো একটি টাকসোনা পাখির (Taksona Bird) গায়ে তেল-সিঁদুর মাখিয়ে এলাকার ঘোড়ানাশ ও মুস্থুল গ্রামে ঘুরছেন বাণী। এই পাখির পাখার তেল-সিঁদুর সিঁথিতে ছোঁয়ালে সিঁথির সিঁদুর অক্ষয় হয়। এই বিশ্বাসে ভর করেই এলাকার পঞ্চগ্রামের এয়োতিরা পাখির গায়ের সিঁদুর সিঁথিতে ছোঁয়ান। বিনিময়ে বাণী দেবীকে থালা চাল, ডাল, আনাজপাতি, গুঁড়ো মশলা দেন।

বাণীদেবী বলেন, আমার শ্বশুরবাড়ির পরিবার বংশপরম্পরায় বিজয়ার পরদিন টাকসোনা পাখি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সংসারের মঙ্গল কামনা করে। বাড়ির বউরাই এই কাজটা করেন। কতদিন ধরে যে গ্রামের রায় পরিবার এই প্রথা চালিয়ে যাচ্ছে, তা সঠিকভাবে বলতে পারেন না পরিবারের সদস্যরা। বাণীদেবীর স্বামী সাধন রায়ের কথায়, এই প্রথা টিকিয়ে রাখাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন এখানে টাকসোনা পাখি পাওয়াই যায় না। এবার বহু খোঁজখবর করে বিহার থেকে এই পাখিটা জোগাড় করেছি।

টাকসোনা পাখি মাছরাঙা প্রজাতির। আগে এই পাখি প্রচুর মিলত। কিন্তু বনজঙ্গল কমে যাওয়া আর পাখি শিকারিদের লোভে এই প্রজাতির পাখি এখন একরকম লুপ্তপ্রায়। এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম ঘোষাল, সংস্কৃতিকর্মী গৌরনাথ চক্রবর্তীরাও দুশ্চিন্তায় ‘টাকসোনা পাখি যেভাবে হারিয়ে যাচ্ছে, জানি না এই প্রথা কতদিন রায় পরিবার টিকিয়ে রাখতে পারবে! এদিকে, বাণীদেবীর হাতে রাখা টাকসোনা পাখিটা দেখলে মাছরাঙাই মনে হবে। মাছরাঙার সঙ্গে খুবই মিল। গায়ের রং কালচে নীল।

 

 

 

 

spot_img

Related articles

The Terminal Man: ১৮ বছরের ঠিকানা বিমানবন্দরের টার্মিনাল থেকেই শেষযাত্রা

ধরা যাক, কেউ বিদেশ যাচ্ছেন কিন্তু মাঝপথে হারিয়ে ফেললেন পাসপোর্ট বা চুরি হয়ে গেল সব পরিচয়পত্র। না ফিরতে...

T20 WC: বয়কট ইস্যুতে নাকভির পক্ষে নেই সমর্থন, ‘হার’ স্বীকার করা সময়ের অপেক্ষা!

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) নিয়ে বাংলাদেশকে সমর্থন জানিয়ে গর্জন করছে পাকিস্তান, কিন্তু গর্জালেও কতটা বর্ষণ হবে তা নিয়ে...

রুপোলি জগত থেকেই জীবন শুরু অজিতের, কেন ছাড়লেন রাজনীতি

বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)। তাঁর অকালমৃত্যুতে শোকস্তব্ধ শুধুমাত্র রাজনৈতিক মহল নয়, শোকের...

ইউজিসি-র নতুন ‘ইকুইটি’ নিয়মে স্থগিতাদেশ শীর্ষ আদালতের

'নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে', ইউজিসি-র নতুন কয়েকটি নিয়মকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme...