Sunday, August 24, 2025

ব.ঞ্চিত বাংলার গরিব মানুষ, প্রতিবাদে রাজ্যপালের ‘দুর্গারত্ন’ প্রত্যা.খ্যান লুমিনাস ক্লাবের

Date:

Share post:

রাজ্যের সঙ্গে সমস্ত বিষয়ে প্রতিযোগিতায় নামা রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) এবার পুজোয় ‘দুর্গারত্ন’ পুরস্কার ঘোষণা করেছেন। সেই পুরস্কার প্রাপকদের মধ্যে অন্যতম কল্যাণীর লুমিনাস ক্লাব কর্তৃপক্ষ। তবে, রাজ্যপালের দেওয়া এই সম্মান প্রত্যাখ্যান করেছে তারা। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, তাদের পুরস্কারের যোগ্য বলে বিবেচিত করার জন্য রাজ্যপালকে ধন্যবাদ কিন্তু বাংলার মানুষের প্রচুর টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। একশো দিনের কাজ করে গরিব মানুষ টাকা পায়নি।

পুজো উদ্যোক্তা অরূপ মুখোপাধ্যায়ের দাবি, রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্রের কাছে দরবার করে রাজ্যের প্রাপ্য বকেয়া ফিরিয়ে আনুন। গরিব মানুষ টাকা পেলেই তাদের পুরস্কার পাওয়া হয়ে গিয়েছে বলে মনে করবে লুমিনাস ক্লাব কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের জন্য লুমিনাস ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, এই সিদ্ধান্ত একেবারেই ক্লাব কর্তৃপক্ষের। এর সঙ্গে দলের বা সরকারের কোনও সম্পর্ক নেই। তবে, রাজ্যের মানুষের দুর্দশার কথা ভেবে ক্লাব কর্তৃপক্ষ যে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছে তার জন্য তাদের অভিনন্দন। রাজ্যপাল যে রাজ্যের আদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেন সেটা তাঁকে মনে করিয়ে দেওয়ার জন্য কল্যাণীর লুমিনাস ক্লাবকে সাধুবাদ জানিয়েছেন ব্রাত্য।

বাংলার বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে কথা বলার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানান তৃণমূলে (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁকে এড়ানোর বহু চেষ্টা করেন আনন্দ বোস (CV Ananda Bose)। কিন্তু নিজের দাবিতে অনড় অভিষেক একটানা দিনের পর দিন বসেছিলেন রাজভবনের মূল ফটকের বাইরে। অবশেষে রাজ্যপাল তাঁর সঙ্গে দেখা করেন এবং তারপরেই রাজ্যের দাবি জানাতে উড়ে যান দিল্লি। সেখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে কথা বলার পর চিঠি লিখে জানান, এ বিষয়ে তিনি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু তারপরেও কেন্দ্রের তরফ থেকে কোন সদুত্তর মেলেনি। এদিকে উৎসবের মরশুম। এই সময় রাজনীতিকে দূরে সরিয়ে রেখেছে সব পক্ষই। তবে রাজ্যের সঙ্গে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ যে আনন্দ বোসের বিরুদ্ধে তিনি রাজ্য সরকারের দেওয়া বিশ্ববাংলা শারদ সম্মানের ধাঁচে বাংলার সেরা দুর্গাপুজোকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেন। আর সেই তালিকাতেই নাম ছিল এই লুমিনাস ক্লাবের। এবার তাদের থিম ছিল চারধাম। উদ্বোধনের পর থেকেই বিপুল জনসমাগম হয়েছে মণ্ডপে। কিন্তু তারা এই পুরস্কার প্রত্যাখ্যান করল।

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...