Thursday, January 15, 2026

আদানি নামক তোতা পাখির মধ্যেই মোদির প্রাণ ভোমরা: তোপ রাহুলের

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও শিল্পপতি গৌতম আদানির(Gautam Adani) সম্পর্ক বোঝাতে এবার রূপকথার গল্প তুলে ধরলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। সম্প্রতি মহুয়া মৈত্র(Mahua Moitra) সহ একাধিক বিরোধী নেতার আইফোন হ্যাকিংয়ের প্রসঙ্গে ‘রাজা এবং তোতাপাখি’র গল্প শুনিয়ে রাহুল বললেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাণ রয়েছে আদানি নামক তোতা পাখির মধ্যে।”

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও তাঁকে আড়াল করতে মোদি সরকারের লাগাতার অপচেষ্টার বিরুদ্ধে মঙ্গলবার সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এপ্রসঙ্গেই তিনি অভিযোগ করেন, মহুয়া মৈত্রের মতো তাঁরও ফোন হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন, “মোদি সরকার গোয়েন্দাগিরি করছে। আদানিরা সঙ্কটে বলেই নজর ঘোরাতে এইসব করা হচ্ছে।” এরপরই আইফোন হ্যাকিংয়ের চেষ্টার অভিযোগ প্রসঙ্গে এক রাজার কাহিনি শোনান রাহুল গান্ধী। তবে সেই ‘রাজকাহিনি’ বদলে গেল ‘তোতাকাহিনি’তে। রাহুল বলেন, রাজার প্রাণভোমরা লুকিয়ে ছিল তোতাপাখির মধ্যে। এখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাণভোমরা রয়েছে আদানি নামের তোতাপাখির মধ্যে।

একইসঙ্গে বিরোধীদের আক্রমণ যে সঠিক নিশানায় হয়নি সেকথা তুলে ধরে রাহুল বলেন, “বিরোধীরা এত দিন ভুল নিশানায় আক্রমণ করছিলেন। তাঁরা ‘রাজা’ অর্থাৎ নরেন্দ্র মোদিকে আক্রমণ করছিলেন। কিন্তু রাজা তো রাজা নন। তাঁর হাতে ক্ষমতাই নেই। তাঁর ক্ষমতা লুকিয়ে রাখা আছে আদানির মধ্যে। সেইখানে আক্রমণ শানাতেই বিপদঘণ্টি বেজেছে। তাই এই সমস্ত গোলমাল করে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।”

উল্লেখ্য, মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাঁর ফোন হ্যাকিংয়ের অভিযোগ করেন। তিনি লেখেন, অ্যাপল তাঁকে একটি সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, তাঁর আইফোন হ্যাক করার চেষ্টা করা হয়েছে। এক্স হ্যান্ডলে সেই সতর্কবার্তার একটি স্ক্রিনশট শেয়ার করে মহুয়া লেখেন, প্রিয়ঙ্কা চতুর্বেদী-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মোট চার জন সদস্য অ্যাপলের এই সতর্কবার্তা পেয়েছেন। পরে আরও একটি পোস্টে কাদের ফোন হ্যাক হয়েছে তার নাম জানান মহুয়া। পরে অনুরূপ একটি পোস্ট করে কংগ্রেস সাংসদ শশী থারুরও লেখেন, তিনি অ্যাপল থেকে এমন সতর্কবার্তা পেয়েছেন। শুধু তা-ই নয়, যে অ্যাপল আইডি থেকে তাঁকে ইমেল পাঠানো হয়েছিল, তার সত্যতা যাচাই করেছেন থারুর। সেই মেলের স্ক্রিনশট পোস্ট করে কেন্দ্রকে কটাক্ষ করে শশী মন্তব্য করেন, “সরকারের বেকার কর্মচারীদের আমার মতো করদাতার জন্য ব্যস্ত রাখতে পেরে ভাল লাগছে।” তবে একই সঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের কাছে ওই পোস্টে থারুর জানতে চান, “এর চেয়ে জরুরি আর কোনও কাজ নেই?” একাধিক বিরোধী নেতার পাশাপাশি সাংবাদিক বৈঠক করে এবার একই অভিযোগ করলেন রাহুল গান্ধী। পাশাপাশি এই ঘটনায় কারণ হিসেবে তিনি টেনে আনেন আদানির ‘ভীমরুলের চাক’-এ বিরোধীদের আঘাত হানার বিষয়টি।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...