Saturday, November 15, 2025

জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজ দিয়ে নজির রাজ্যের!

Date:

Share post:

রাজ্যের বকেয়া টাকা নিয়ে ক্রমাগত আন্দোলন তীব্র করছে তৃণমূল সরকার (TMC Government)। বাংলার মুখ্যমন্ত্রী (CM of West Bengal)ইতিমধ্যেই নতুন করে আন্দোলন শুরু করার কথা জানিয়ে দিয়েছেন। এর মাঝেই নতুন নজির তৈরি করল রাজ্য সরকার। জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করল বাংলা। প্রকল্পে নথিভুক্ত জব কার্ড রয়েছে এমন শ্রমিকদের কাজ দিতে রাজ্যের তহবিল থেকে ৭ হাজার ১০০ কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে। গত ৩০ শে অক্টোবর পর্যন্ত রাজ্যের ৫৬ টি দফতর ৬০ হাজার ৫৪৫টি প্রকল্পে প্রায় ৮১ লক্ষ ৫১ হাজার জব কার্ড থাকা শ্রমিকদের কাজে লাগিয়েছে বলে নবান্ন (Nabanna)সূত্রে খবর।এক-এক জন শ্রমিককে গড়ে ৩৯ দিন করে কাজ দেওয়া হয়েছে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এক দিনের কাজে বিকল্প হিসাবে ‘খেলা হবে’ প্রকল্পের। এই ঘোষণার পরই বিভিন্ন দফতর নির্দিষ্ট পরিকল্পনা করে জব কার্ড হোল্ডারদের বিকল্প কাজের ব্যবস্থা করে দিচ্ছে। বিকল্প হিসাবে শুধু সম্পদ বা পরিকাঠামো তৈরিই নয় রক্ষণাবেক্ষণের কাজে লাগানো হচ্ছে শ্রমিকদের। কাজ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। সেখানে ২৬০০ টি প্রকল্পে প্রায় ২৮ লক্ষ শ্রমিককে কাজ দেওয়া হয়েছে, মজুরি দেওয়া হয়েছে ২৩৫৮ লক্ষ। সেই পঞ্চায়েত দফতর ৩৪ হাজার ৭৯২টি প্রকল্পে কাজ দিয়েছে প্রায় ২২ লক্ষ শ্রমিককে। মজুরি দেওয়া হয়েছে ২১৭৭ কোটি টাকা।অন্যদিকে পূর্ত দফতর ৯৬১টি প্রকল্পে প্রায় ১৯.৪৮ লক্ষ শ্রমিক নিয়োগ করেছিল। মজুরি বাবদ শ্রমিকদের হয়েছে প্রায় ১৩২৭ কোটি টাকা।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...