Saturday, January 10, 2026

Odd-Even Rule: দূষণ নিয়ন্ত্রণে পুরনো রাস্তায় হাঁটতে চলেছে কেজরিওয়াল সরকার

Date:

Share post:

দিল্লির দূষণ নিয়ন্ত্রণে পুরনো রাস্তায় হাঁটতে চলেছে কেজরিওয়াল সরকার। ফের ‘Odd-Even’ নম্বর প্লেটের গাড়ি চালিয়ে রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে আনতে চাইছে তারা। এর পাশাপাশি, ১০ নভেম্বর পর্যন্ত  দশম এবং দ্বাদশ শ্রেণি ছাড়া সরকারি এবং বেসরকারি স্কুলের  সমস্ত পঠনপাঠন বন্ধ থাকবে।

প্রবল বায়ুদূষণে নাজেহাল দিল্লিবাসী। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arbind Kejriwal)। সেখানেই সিদ্ধান্ত হয়, ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত জোড়- বিজোড় সংখ্যার হিসেবে গাড়ি চালাতে হবে। বৈঠকের পরে একথা জানান দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। দূষণ (Pollution) নিয়ন্ত্রণে দিল্লি সরকারের পক্ষ থেকে সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শহরে অত্যাবশ্যকীয়ও পণ্য পরিবহন ছাড়া ট্রাক প্রবেশের উপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।

আরও পড়ুন: কেদারনাথে ফের নয়া অবতারে রাহুল! অপেক্ষারত ভক্তদের হাতে এগিয়ে দিলেন চায়ের কাপ

সোমবার দুপুর ২টো পর্যন্ত রাজধানীর একিউআই লেভেল ছিল ৪১১- যা ‘গুরুতর’ পর্যায়ে পড়ে। সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল বিষাক্ত ধোঁয়াশায়  ঢাকা। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি অনুসারে, দিল্লি ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ দূষণের (Pollution) মাত্রা নজরে রাখবে।

 

এর পাশাপাশি দিল্লিতে বিএস ৩ পেট্রোল এবং বিএস ৪ ডিজেল গাড়ির উপর আগের নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। শহরে কোনও নির্মাণ সম্পর্কিত কাজ হবে না বলেও জানান গোপাল রাই। দিল্লির পাশাপাশি হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের মতো প্রতিবেশী রাজ্যগুলিও বিপজ্জনকভাবে ক্রমাগত বায়ুদূষণ নজরে পড়েছে।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...