Friday, August 22, 2025

মধ্যপ্রদেশের নির্বাচনে ‘শোলে’র ছায়া, ভোট যুদ্ধে জয়-বীরু বনাম গব্বর

Date:

Share post:

সাতের দশকের মেগা ব্লক ব্লাস্টার মুভি ‘শোলে’। আসন্ন মধ্যপ্রদেশ নির্বাচনে সেই জয়-বিরু গব্বর-কালিয়াদের ছায়া দেখতে শুরু করেছে রাজনৈতিক মহল। হিন্দি বলয়ের অন‌্যতম হাই ভোল্টেজ এই ভোটযুদ্ধে শাসক, বিরোধী–দু’পক্ষের গলাতেই জনগণের মন জয়ে অহরহ শোনা যাচ্ছে গব্বর সিং, জয়-বীরু, ঠাকুর বলদেব সিংয়ের ডায়লগ।

বিধানসভা ভোটের প্রচার ‘শোলে’ ছবির সংলাপকে প্রথম এনেছেন কংগ্রেসের (Congress) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কমলনাথ (Kamal Nath)। রাজনীতির স্বাভাবিক নিয়মেই এবারের নির্বাচনে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে প্রায় টানা ১৫ বছর (মাঝের ক’বছর ছাড়া) বিজেপি (BJP) শাসিত মধ‌্যপ্রদেশে (Madhya Pradesh)। গোদের উপর বিষফোড়া হয়ে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব সেই হাওয়াকে ‘ঝড়’ হয়ে ওঠার রসদ জোগাচ্ছে। অবস্থা সামাল দিতে বিরোধী কংগ্রেসের গোষ্ঠীকোন্দল নিয়ে আক্রমণ শানাতে শুরু করেছিল গেরুয়া শিবির। জবাবে শোলে ছবিকে হাতিয়ার করে মাঠে নেমেছেন মধ‌্যপ্রদেশ রাজনীতিতে দীর্ঘদিনের চৌকস খেলোয়াড় কমলনাথ। আসলে মধ্যপ্রদেশ কংগ্রেস দুই মেরুতে বিভক্ত। একদিকে দ্বিগবিজয় সিং অন্যদিকে কমল নাথ। এই বিরোধিতা চাপা দিতে এবং জন মানুষের নিজেদের ভাবমূর্তি অখুন্ন রাখতে কমলনাথ রাজ‌্যজুড়ে জনসভা করে বলতে শুরু করেছেন, তিনি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় আদতে ‘শোলে’ ছবির সেই অটুট জয় ও বীরু জুটি। যে জুটি আমৃত্যু থাকবে। ‘আমাদের একমাত্র লক্ষ্য গব্বরকে খতম করা,’ ঘোষণা করছেন তিনি। গব্বর বলতে তাঁর নিশানা যে মোদির দিকে তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

এদিকে কমল নাথদের পাল্টা আক্রমণ শানিয়েছেন ছেন মারাঠা পেশোয়া বাজিরাওয়ের প্রধান সেনাপতি রণোজি সিন্ধিয়ার উত্তরসূরি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর কটাক্ষ, কংগ্রেস নেতার বুক চাপড়ে বলা ‘জয়’ আর ‘বীরু’ তো আসলে ‘শোলে’র প্রথম জীবনে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়া জেলখাটা আসামি। মধ্যপ্রদেশে এই দু’জন চোর বলেই পরিচিত। ক্ষমতায় থাকাকালীন জয়-বীরু জুটি জনগণের অর্থ লুঠ করেছে। পাশাপাশি কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তিনি বলেন, “আরে! এই জয় ও বীরু জুটি ভোটের আগে লোক দেখাতে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। অথচ আমার ও বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের জয়-বীরু জুটি দীর্ঘদিনের।” পাল্টা তোমরকে কটাক্ষ করে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেবওয়ালা বলেন, এঁরা গব্বর বাহিনীর দুই নাম করা ডাকাত কালিয়া ও শামহা। গব্বর থাকেন দিল্লিতে। সবমিলিয়ে নির্বাচনমুখী মধ্যপ্রদেশে নজর কাড়ছে শোলের চরিত্রদের মাতামাতি।

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...