রাজ্যে পুলিশের গোয়েন্দা বিভাগ তথা সিআইডি ঢেলে সাজলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (অপরাধ দমন) ছিলেন শঙ্খশুভ্র বসু। তাঁকে সিআইডিতে।ডিআইজি করা হল। পাশাপাশি, দুই দুঁদে পুলিশ অফিসার রাজেশ কুমার যাদব ও অখিলেশ কুমার চতুর্বেদিকে আনা হয়েছে সিআইডিতে।

সিআইডিতে আসার আগে রাজেশ কুমার ছিলেন উত্তরবঙ্গের আইজি এবং অখিলেশ চতুর্বেদি ছিলেন জলপাইগুড়ি অঞ্চলের আইজি। আইপিএস শিবপ্রসাদ পাত্রকে সশস্ত্র পুলিশের কমান্ডান্ট পদ থেকে সিআইডি’র শিলিগুড়ি অফিসের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট করা হয়েছে।
আরও পড়ুন- আপাতত মন্ত্রী থাকছেন বালু, দফতর সামলাবেন প্রতিমন্ত্রী: মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
