Wednesday, August 27, 2025

পুলিশকে পেটানোর হুঁশিয়ারি! বেলাগাম সুকান্তর মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

এবার পুলিশকে পেটানোর দাওয়াই বিজেপির রাজ্য সভাপতি(BJP State President) সুকান্ত মজুমদার। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের সভায় সুকান্ত মজুমদারের হঁশিয়ারি, “আগামী দিনে পুলিশ সিধে না হলে, পিটিয়ে সিধে করব। দু’দিন আগে মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেছে গ্রামবাসীরা। বাংলার মানুষ জেগে উঠছে।” এভাবে প্রকাশ্যে সুকান্ত পুলিশ পেটানোর দাওয়াইয়ে স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে বিতর্কে শুরু হয়েছে। বিজেপি নেতার এমন বেলাগাম মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার বিষ্ণুপুরের সভা থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রীতিমতো হুঙ্কার দিয়ে বলেন, ‘আগামী দিন আসছে। দিন পরিবর্তন হচ্ছে। পুলিশ যদি সিধে না হয়, আমরা পিটিয়ে সিধে বানাব। বাংলার মানুষ সেই দিকে এগোচ্ছে। সময় এখনও আছে, সিধে হয়ে যায়। দু’দিন আগে মন্ত্রীর বাড়িতে মানুষ ঢিল ছুড়েছে। পুকুরে মাছ চুরি করতে এসে ধরা পড়েছিল। গ্রামের লোক বাড়ি ঘেরাও করে, ভাঙচুর চালায়।’ তৃণমূলকে কটাক্ষের সুরও শোনা গেছে তাঁর গলাতে। সুকান্ত মজুমদার বলেছেন, ‘গ্রামবাসীরা বলছে তোমরা কয়লা-গরু চুরি করবে, আর আমরা মাছ চুরি করলেই দোষ। ওই লোকজনই ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল।’

পুলিশকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেওয়ার রেশ আগেও দেখা গিয়েছে রাজ্য রাজনীতিতে। গতমাসেই দলীয় কর্মীদের হেনস্থার অভিযোগে থানায় ঢুকে পুলিশকে হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মিছিল করে খেজুরি থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতার। ওসি না থাকায় পুলিশ আধিকারিকদের ধমক দিতে দেখা গিয়েছিল তাঁকে। থানায় ঢুকে পুলিশকে হুঙ্কারের সুরে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘পুলিশ যা করেছে, তার ফল ভুগতে হবে, সব কিছু রেকর্ড থাকবে। সরকার বিজেপির হবে, আমাদের অধীনে কাজ করতে হবে।’ এইবার আক্রমণের সুরে পুলিশ পেটানোর কথা শোনা গেল বিজেপি রাজ্য সভাপতির গলায়।

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...