Sunday, May 11, 2025

পাক অধিনায়ক বাবরের পাশে দাঁড়ালেন কপিলদেব

Date:

Share post:

বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার সব দায় যেন বাবর আজমের! পাকিস্তানের অধিকাংশ প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার কেন্দ্রে বাবর। বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই ছিটকে যাওয়া পাকিস্তান দলের ভরাডুবির জন্য দায়ি করা হচ্ছে বাবরকে। পরিস্থিতি এমনই যে বাবর হারাতে পারেন নেতৃত্বও।

বাবরের এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব। একটি ইউটিউব পডকাস্টে ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক কপিল বলেছেন, বাবরকে সাম্প্রতিক ফর্ম দিয়ে বিবেচনা করাটা ঠিক হবে না।

প্রসঙ্গত, পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল টানা দুটি জয় দিয়ে। তবে পরের চারটি ম্যাচে হেরে যায় তারা। এরপর দুটি ম্যাচ জিতে আবার নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে বাবর আজমের দল। অধিনায়ক বাবরও ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি। ৯ ম্যাচে চারটি অর্ধশতক সহ ৪০ গড়ে করেছেন ৩২০ রান। তাঁর অধিনায়কত্ব নিয়েও শুরু হয়েছে সমালোচনা।

কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব বলেছেন, ‘আপনি আজ যদি বলেন বাবর আজম অধিনায়ক হিসেবে ঠিক পছন্দ নয়, তার মানে আপনি তার সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাচ্ছেন। সে সেই একই অধিনায়ক আছে, যে কিনা ছয় মাস আগে পাকিস্তানকে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল বানিয়েছিল।’

কপিল দেব এরপর যোগ করেন, ‘কেউ যখন শূন্য রানে আউট হয়, ৯৯ শতাংশ মানুষ চাইবে তাকে বাদ দেওয়া হোক। আবার কোনও সাধারণ মানের খেলোয়াড় এসে যদি দুর্দান্ত একটি শতরান করে, তাকেই মানুষ তারকা বলবে। তাই সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাবেন না। খেলাটার প্রতি তার মনোভাব কী, তার আবেগ কতটা এবং সে কতটা প্রতিভাবান; সেটাই দেখুন।’

 

spot_img

Related articles

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১১ মে রবিবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৬৯৫ ₹ ৯৬৯৫০ ₹খুচরো পাকা সোনা ৯৭৪৫ ₹ ৯৭৪৫০...

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১১ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...