নৈহাটিতে বড়মার কাছে পুজো অভিষেকের, করলেন আরতি

সকালেই জানা গিয়েছিল নৈহাটিতে বড়মার কাছে পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। সেইমতো মঙ্গলবার দুপুরে নৈহাটি(Naihati) গিয়ে বড়মাকে দর্শন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার পাশাপাশি বড়মার আরতি করতেও দেখা গেল তাঁকে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পাশাপাশি উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, ব্রাত্য বসুর মতো নেতৃত্বদের।

এই বছর শতবর্ষ উদযাপন হচ্ছে নৈহাটির বড়মার। গত এক বছর ধরে চলছে তার প্রস্তুতি। নতুন মন্দির তৈরির পাশাপাশি সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে নতুন বিগ্রহ। এদিন নৈহাটি পৌঁছে প্রথমে বড়মার মাটির প্রতিমায় পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বড়মার নবনির্মিত মন্দিরে প্রবেশ করে দর্শন করেন বড়মায়ের নতুন কষ্টিপাথরের মূর্তি। আঁটসাঁট নিরাপত্তার নিরাপত্তার মধ্যে মায়ের প্রতিমার সামনে বসে পুজোয় অংশ নেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। উল্লেখ্য, লক্ষ্মীপুজোর পরের দিন নৈহাটি রেল স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে বড়মার নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটনে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেদিন তিনি যেতে না পারলেও পাঠিয়েছিলেন শুভেচ্ছাপত্র। এবার সশরীরে সেখানে পুজো দিলেন তৃণমূলের জনপ্রিয় নেতা।

Previous articleপাক অধিনায়ক বাবরের পাশে দাঁড়ালেন কপিলদেব
Next articleশুভমনের সঙ্গে দেখা করতে গিয়ে আ.চমকা ধরা পড়ে গেলেন সারা!