পথ কুকুরের কামড়ানোর দায় সরকারের! দিতে হবে ক্ষতিপূরণও। নজিরবিহীন নির্দেশ দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানিয়েছে, পথ কুকুরের কামড়ে আহতদের ন্যূনতম দশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রতিটি দাঁতের দাগ পিছু আক্রান্তকে দশ হাজার টাকা এবং মাংসের উঠে গেলে প্রতি ০.২ সেন্টিমিটার ক্ষতের জন্য ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে জানিয়ে দিয়েছে আদালত৷। আদালত আরও নির্দেশ দিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চলকে এই ধরনের ক্ষতিপূরণ নির্ধারণের জন্য সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারদের সভাপতিত্বে কমিটি গঠন করতে হবে। গত কয়েক বছরে বহু মানুষ পথ কুকুরের দ্বারা আক্রান্ত হয়েছেন। কুকুরের কামড়ে শ’য়ে শ’য়ে মানুষেকর আক্রন্ত হওয়ার ঘটনা সামনে এসেছ।
সাম্প্রতিককালে মানুষের উপরে পথ কুকুরের হামলার একাধিক ঘটনা সামনে এসেছে। পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টেও এই ধরনের শতাধিক আবেদন জমা পড়েছিল। এরকমই মোট ১৯৩টি আবেদনের নিষ্পত্তি করতে গিয়ে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন- শৌ.চালয় খুঁজতে গিয়ে শা.রীরিক হে.নস্থার শিকার ছয় তরুণী, অ.ভিযোগ দায়ের থানায়

