Friday, January 2, 2026

৯ দিন ধরে আটকে সুড়ঙ্গে: উত্তরকাশীর ঘটনায় মুখ্যমন্ত্রী ধামিকে ফোন মোদির

Date:

Share post:

৯ দিন ধরে উত্তরাখণ্ডের উত্তরকাশির সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। সময় যত গড়াচ্ছে উদ্বেগ তত বাড়ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হলেও পদে পদে বাধার মুখে পড়ছে সে কাজ। আটকে থাকা শ্রমিকরা এখনো পর্যন্ত সুস্থ থাকলেও দ্রুত উদ্ধার না হলে পরিস্থিতি যে কোনও সময় খারাপের দিকে যাবে। ইতিমধ্যেই দুর্ঘটনস্থল ঘুরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে বিস্তারিত খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে গোটা পরিস্থিতি সম্পর্কে বিশদে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরকাশীর সুড়ঙ্গের বর্তমান পরিস্থিতি কী, উদ্ধারকাজ কীভাবে চালানো হচ্ছে, কত দ্রুত উদ্ধার করে আনা সম্ভব আটকে থাকা শ্রমিকদের, খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি বুঝিয়েছেন, টানেলে আটকে থাকা শ্রমিকদের মনোবল বাড়িয়ে রাখা জরুরি। তিনি আশ্বাস দিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সমন্বয়ে দ্রুত উদ্ধার করা হবে ওই শ্রমিকদের।

এদিকে শ্রমিকদের ভেতরে সুস্থ রাখতে যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে। এতদিন শুকনো খাবার খেয়ে দিন কাটালো এবার শ্রমিকদের পৌঁছে দেওয়া হচ্ছে ভাত রুটি তরকারির মত খাবার। শ্রমিকরা যাতে অবসাদে না পড়েন তার জন্য অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেটও দেওয়া হচ্ছে। এতদিন যে পাইপের মাধ্যমে শুকনো খাবার পৌঁছানো হতো সে তুলনায় চওড়া গহ্বরের একটি পাইপ নিয়ে যাওয়া হচ্ছে খসে পড়া পাথরের মধ্য দিয়ে। প্রায় ৬০ মিটার ধ্বংসস্তূপের ভিতর সেই পাইপ ৪২ মিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছে।

রবিবার দুর্ঘটনার স্থল পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি জানিয়েছেন, অত্যাধুনিক ড্রিলিং মেশিনে উদ্ধার কাজে গতি বাড়বে সব ঠিক থাকলে আগামী দুদিনের মধ্যে শ্রমিকরা এই নরক থেকে মুক্তি পাবেন। তাদের জীবন বাঁচানোই আমাদের অগ্রাধিকার। রোবোটিকস প্রযুক্তি আনা হচ্ছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল টানেলের গভীরতা স্ক্যান করার জন্য স্যাটেলাইটের ছবি তোলার চেষ্টা করছে।

spot_img

Related articles

জগন্নাথের টানেই দিঘামুখী পর্যটকরা, প্রথম দিনেই লক্ষাধিক দর্শনার্থীদের সমাবেশ

জগন্নাথ মন্দির হওয়ার পর থেকেই পর্যটকদের ঢল নামছে দিঘায়।  নতুন বছরের প্রথম দিনেও যার ব্যতিক্রম হল না। শুধু...

শাহি টনিকেই ময়দানে! কী কথা হয়েছেন দুজনের-ফাঁস করলেন দিলীপ

কাজ করতে বলেছেন অমিত  শাহ। শাহি নির্দেশ মেনে মাঠে নেমে পড়েছেন। শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে জানালেন বিজেপির (BJP) প্রাক্তন...

ঘরের মাঠে আইপিএল খেলবেন না যশস্বীরা, বিকল্প ভেন্যু বেছে নিল রয়্যালস ব্রিগেড

রাজস্থান ক্রিকেট সংস্থায় চলছে ডামাডোল। তার জেরেই আগামী আইপিএলে ঘরের মাঠে খেলবে না রাজস্থান রয়্যালস(Rajasthan Royals )। চলতি...

শর্তসাপেক্ষ অনুমতিতে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ শুভেন্দুর

মালদার চাঁচলের কলমবাগানে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির তথাকথিত ‘পরিবর্তন সংকল্প সভা’। শুক্রবার সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা...