Sunday, August 24, 2025

কাতারের মধ্যস্ততায় শীঘ্রই ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি: বার্তা হামাস প্রধানের

Date:

Share post:

টানা ৪৫ দিন ধরে লাগাতার হামলায় গাজাকে মৃত্যুপুরিতে পরিণত করেছে ইজরায়েল। গোটা বিশ্ব এই যুদ্ধ থামাতে ইজরায়েলের কাছে যুদ্ধ বিরতির আবেদন জানালেও, সে আবেদনে সাড়া দেননি বেঞ্জামিন নেতানিয়াহু। এহেন পরিস্থিতির মাঝেই বার্তা দিলেন প্যালেস্টাইনের সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়া। মঙ্গলবার এক টেলিগ্রাম বার্তায় তিনি জানলেন, কাতারের মধ্যস্ততায় আমরা ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তির খুব কাছাকাছি।

রয়টার্সকে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সহকারী একটি বিবৃতি পাঠিয়েছেন। যেখানে বলা হয়েছে, হামাসের কর্মকর্তারা ইজরায়েলের সঙ্গে ‘যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি। এবং সংগঠনটি ইতিমধ্যেই কাতারের কাতারি মধ্যস্থতাকারীদের কাছে তাদের জবাব পাঠিয়েছে। তবে সম্ভাব্য এই চুক্তির শর্ত সম্পর্কে আর কোনো তথ্য দেননি তিনি। এদিকে হামাস কর্মকর্তা ইসাত এল রেশিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভিকে বলেন, ‘কত দিন ধরে যুদ্ধ বিরতি চালু থাকবে, তা নিয়ে এখন দর-কষাকষি চলছে। এ ছাড়া, গাজায় ত্রাণ পৌঁছানো এবং হামাসের হাতে বন্দী ইজরায়েলি পণবন্দিদের মুক্তির বিনিময়ে ইজরায়েলে আটক প্যালেস্টানি বন্দিদের মুক্তির বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইজরায়েলে প্রাণঘাতী হামলা চালায় হামাস সংগঠন। সেই হামলায় প্রাণ হারান ১২০০ ইজরায়েলি। প্রায় ২৫০ জনকে পণবন্দি করে হামাস। সেই হামলার পর হামাসকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেয় ইজরায়েল। এরপর থেকে ইজরায়েলের লাগাতার হামলায় গাজায় গত দেড় মাসে প্রাণ হারিয়েছেন প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৩০০ জন। যার মধ্যে ৫ হাজার ৬০০ শিশু ও ৩ হাজার ৫৫০ জন মহিলা।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...