Wednesday, November 12, 2025

নিয়োগ মা.মলায় সবাই জা.মিন পাবেন, কোর্টে ঢোকার আগে আত্মবিশ্বাসী জীবনকৃষ্ণ

Date:

Share post:

নিয়োগ মামলায় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ বুধবার মোট আটজনকে তোলা হয় আলিপুর বিশেষ সিবিআই আদালতে। কোর্টে ঢোকার আগে আত্মবিশ্বাসী দেখাল জীবনকৃষ্ণকে। তিনি বলেন, “একদিন সবাই জামিন পাবেন।”

গত ১০ নভেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান মিডলম্যান হিসেবে গ্রেফতার হওয়া প্রসন্ন রায়। আদালতে তাঁর হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী মুকুল রোহতগি। গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুই মামলাতেই জামিন পেয়েছিলেন প্রসন্ন।এ প্রসঙ্গে বলতে গিয়েই কার্যত আত্মবিশ্বাসী দেখায় জীবনকৃষ্ণ সাহাকে। প্রসন্ন রায়ের জামিন প্রসঙ্গে বলেন, “সত্যের জয় হয়েছে।” এরপর পুলিশের গাড়িতে উঠতে-উঠতে তিনি বলেন,”মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তদন্তের গতি বাড়াতে হবে। দেখবেন সবাই জামিন পাবে।”

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ফের সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করল সিবিআই।  নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় এই ৪০ পাতার চার্জশিটে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম রয়েছে। বিধায়কের বড়ঞার বাড়িতে দীর্ঘ ৬৫ ঘণ্টা তল্লাশির পর ১৭ এপ্রিল তাঁকে গ্রেফতার করা হয়েছিল।জানা গিয়েছে, জীবনকৃষ্ণ ছাড়াও সুব্রত সামন্ত রায় নামে এক এজেন্টের নামও রয়েছে। দু’জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতি, তথ্যপ্রমাণ লোপাট সহ ভারতীয় দণ্ডবিধি ও দুর্নীতি দমন আইনের ধারায় চার্জশিট দেওয়া হয়েছে।

তল্লাশি চলাকালীন জীবনকৃষ্ণ তাঁর দু’টি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বলে সিবিআই অভিযোগ করে।জানা গিয়েছে, সেই বিষয়টিও চার্জশিটে উল্লেখ রয়েছে। কীভাবে চাকরি বিক্রির চক্র চলত, তাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...