Saturday, January 17, 2026

নজরে লোকসভা, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে মেগা মিটিং, নেত্রীর বার্তার অপেক্ষায় দল

Date:

Share post:

হাতে বাকি আর মাত্র কয়েক মাস। বেজে যাবে লোকসভা ভোটের দামামা। তাই আর দেরি না করে কোমড় বেঁধে ময়দানে নেমে পড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার দু’দিনের শিল্প সম্মেলন শেষ হওয়ার পর, বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা মিটিং। এই বৈঠক থেকে লোকসভার আগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে তৃণমূলের নেতা-নেত্রী থেকে শুরু করে কর্মী-সমর্থকরা।

বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত সাংসদ, বিধায়ক, সর্বস্তরের রাজ্য শীর্ষ নেতৃত্ব, শাখা সংগঠনের শীর্ষ নেতা-নেত্রী, মুখপাত্রদেরও হাজির থাকতে বলা হয়েছে বৈঠকে। জেলা সভাপতি থেকে ব্লক সভাপতিদেরও ডাকা হয়েছে সেই মিটিংয়ে।

উল্লেখ্য, ১০০ দিনের কাজের বকেয়া থেকে শুরু করে আবাস যোজনার টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য অনেক আগেই সরব হয়েছে তৃণমূল। পুজোর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় নেমেছে তৃণমূল। দিল্লি গিয়ে আন্দোলন করেছে দল। অবস্থান হয়েছে রাজভবনের বাইরেও। লোকসভা ভোটের আগে সেই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে পারে তৃণমূল। কারণ লোকসভা ভোটের আগে তৃণমূলের কাছে অন্যতম রাজনৈতিক হাতিয়ার বকেয়া আদায়। আর সেই কারণে আগামিকাল মেগা মিটিং থেকে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

শোনা যাচ্ছে, রাজ্য জুড়ে আন্দোলনের পাশাপাশি ফের দিল্লিতে যাওয়ার ডাক দিতে পারেন নেত্রী। সেখানে নিজেও থাকার কথা ঘোষণা করতে পারেন মমতা! পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হতে পারেন। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের বিরুদ্ধে কর্মীদের মাঠে নামার ডাক দিতে পারেন।

spot_img

Related articles

বেলডাঙার অশান্তিতে উস্কানি বিজেপি আর গদ্দারের! বিস্ফোরক অভিষেক, প্ররোচনায় পা না দেওয়ার আর্জি

বহরমপুরে রোড শো থেকে বেলডাঙার অশান্তি নিয়ে একতিরে বিজেপি ও হুমায়ুন কবীরকেও তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জমে যাওয়া লেকের উপর অ্যাডভেঞ্চার: অরুণাচলে তলিয়ে গেল ২ পর্যটক

বরফে জমে যাওয়া হ্রদের উপর অ্যাডভেঞ্চার করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার সম্মুখিন কেরালার একদল পর্যটক। প্রবল ঠাণ্ডায় অরুণাচলের সেলা...

অগ্নিগর্ভ ইরানের আসল পরিস্থিতি কী? ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয়রা

বিক্ষোভ শুরুর পর ইরান থেকে প্রথম বার ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করল মাহান এয়ার ফ্লাইট W5-071। তারমধ্যে...

জ্যোতি বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার রাজনীতি বরাবর সৌজন্য শিখিয়েছে গোটা দেশকে। আজও তার ব্যতিক্রম হয় না। রাজনৈতিক ময়দানে একে অন্যের বিপক্ষে দাঁড়ালেও...