Monday, August 25, 2025

নিকাশি জল নিয়ে এবার অন্য ভাবনা পুরসভার! ধোয়া হবে রাস্তা, পরিচর্যা গাছেরও

Date:

Share post:

নিকাশি জল নিয়ে এবার অন্য ভাবনা কলকাতা পুরসভার। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শনিবার জানিয়েছেন, নিকাশির জল শোধন করে অন্য কাজে লাগাবে পুরসভা। কলকাতা পুরসভার অধিবেশনে নতুন এই প্রযুক্তির অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহও।

কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে নিকাশির জল শোধন করে রাস্তা বা গাড়ি ধোয়ার কাজে লাগানো হবে। গাছের পরিচর্যা করতেও তা ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা পরীক্ষামূলকভাবে দু’টি জায়গায় এই জল শোধনের কাজ শুরু করছে। একটি হল দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর। অপরটি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। দুটি জায়গায় জল শোধনের জন্য প্লান্ট বসানো হবে। স্থির হয়েছে, এই প্রকল্পে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা থেকে পাম্প করে নোংরা জল তোলা হবে। তারপর তা জলাধারে মজুত করা হবে। সেখান থেকে মেশিনের মাধ্যমে জল শোধন করা হবে। তারপর সেই প্লান্ট থেকে পাইপলানের মাধ্যমে আশপাশের ফুটপাত কিংবা পার্কের গাছগাছালিতে জল দেওয়ার ব্যবস্থা করা হবে। পুরসভার গাড়ি, রাস্তা ধোয়া, ফুটপাত ও গাছে জল দেওয়া, বাতাসে জল স্প্রে করা এবং বাগান ও নার্সারি পরিচর্যায় প্রতিদিন ৩ লক্ষ লিটার জল লাগে। এই জলের পুরোটাই নিকাশির জল শোধন করে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতদিন পরিশ্রুত পানীয় জল থেকেই খরচ করতে হত। নতুন এই পদ্ধতি সফল হলে পানীয় জল সাশ্রয় হবে।

আরও পড়ুন- বি.ক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর নি.র্বিঘ্নে ভোট মিটল মরুরাজ্যে!

spot_img

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...