Tuesday, November 4, 2025

মন জিতলেন শামি, খা.দে পড়ে যাওয়া গাড়ির চালককে উ.দ্ধার ভারতীয় পেসারের!

Date:

Share post:

২২ গজে বল হাতে নিজের টিমের জন্য পরিত্রাতা হয়ে উঠতে দেখা গেছে তাঁকে। এবার মাঠের বাইরেও একইভাবে হিরো হয়ে উঠলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি (Indian Fast bowler Md Shami)। খাদে পড়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে উদ্ধার করলেন অসামান্য দক্ষতায়। প্রাথমিক চিকিৎসা করে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টায় নেট দুনিয়ার মন জিতলেন বিশ্বকাপের সফলতম বোলার (Most successful bowler in CWC 2023)।

বিশ্বজয়ের স্বপ্ন অধরা থেকে গেছে ভারতীয় ক্রিকেটারদের। টি ২০ সিরিজে আপাতত সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দেওয়া হয়েছে। সেই সুযোগে ছুটি কাটাতে নৈনিতাল বেড়াতে গেছেন শামি। সেখানে ফেরার পথে তিনি লক্ষ্য করেন পাহাড়ের খাদে একটি গাড়ি পড়ে গিয়েছে। দেরি না করে শামি দ্রুত নিজের গাড়ি থেকে নেমে আসেন এবং দুর্ঘটনার কবলে পড়া গাড়ির চালককে উদ্ধার করেন। ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করেন ক্রিকেটার। এই দৃশ্য মন জয় করেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। ভিডিয়োটি শামি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘এই ব্যক্তি সত্যিই খুব ভাগ্যবান এরকম একটা দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফেরার জন্য।’ পাশাপাশি ঘটনার বিবরণ দিয়ে ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

সূত্রের খবর নৈনিতালে সেন্ট মেরি কনভেন্ট স্কুলের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছিলেন শামি। তাঁর ভাগ্নি সেই স্কুলের ছাত্রী। তাঁর সঙ্গে দেখা করে ফেরার পথেই এই ঘটনা। বিপক্ষ দলের ব্যাটিং অর্ডারকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেওয়া পেসার যে মাঠের বাইরেও রিয়েল হিরো, এই ঘটনায় তার প্রমাণ মিলল। আবেগে ভাসল নেটপাড়া।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...