Wednesday, November 12, 2025

আইপিএলে নিলামের আগেই বাদ ৮৯ জন ক্রিকেটার! দেখে নিন এক ঝলকে

Date:

Share post:

দল পাল্টে গেল শাহবাজ আহমেদের। আগেই জানা গিয়েছিল তাঁকে ছেড়ে দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলার অলরাউন্ডারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বাংলার বাকি ক্রিকেটারদের মধ্যে সকলেই পুরনো দলে রইলেন। এখন ত্রিপুরার হয়ে খেললেও বাঙালি ঋদ্ধিমান সাহাকে রেখে দিয়েছে গুজরাত টাইটান্সও।

দিল্লি ক্যাপিটালস গত বার নিলামে মুকেশ কুমারকে কিনেছিল। বাংলার এই ক্রিকেটার এখন ভারতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত। তাঁকে রেখে দিয়েছে দিল্লি। তারা রেখে দিয়েছে অভিষেক পোড়েলকেও। বাংলার উইকেটরক্ষক এখন বিজয় হজারে ট্রফিতে রান পাচ্ছেন। তরুণ উইকেটরক্ষক এ বারের আইপিএলে বড় ভূমিকা নিতে পারেন যদি ঋষভ পন্থ সুস্থ না হয়ে ওঠেন। অভিষেকের উপর ভরসা রাখছেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।

বাংলার শাহবাজকে ছেড়ে দিলেও আরসিবি রেখে দিয়েছে আকাশ দীপকে। বাংলার পেসারের উপর ভরসা রাখছে বিরাট কোহলির দল। বাংলার হয়ে মুকেশ এবং আকাশ নিয়মিত উইকেট নেন। তাঁদের উপরে ভর করেই দাঁড়িয়ে বাংলার পেস আক্রমণ। সেই দুই ক্রিকেটারই আইপিএলে খেলে নিজেদের অভিজ্ঞতা আরও বৃদ্ধি করার সুযোগ পাবেন।

গুজরাত টাইটান্স রেখে দিয়েছে মহম্মদ শামিকে। বাংলার তারকা পেসার এ বারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন। তাঁকে বাদ দেওয়ার কথা ভাবতে পারেনি গুজরাতও। তাই বাংলার এই পাঁচ ক্রিকেটারকে আইপিএলে দেখার সুযোগ রয়েছে।

আইপিএলের নিলামের আগে ৮৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ১০টি দল। অর্থাৎ, এই ৮৯ জন ক্রিকেটার আবার নিলামে উঠবেন। তালিকায় যেমন বিদেশি ক্রিকেটার রয়েছেন, তেমনই রয়েছেন দেশীয় ক্রিকেটারেরা।

১০টি দল কাদের কাদের ছেড়ে দিল:

চেন্নাই সুপার কিংস: (বিদেশি) বেন স্টোকস, ডোয়েন প্রিটোরিয়াস, কাইল জেমিসন ও সিসান্দা মাগালা। (দেশীয়) অম্বাতি রায়ডু, ভগৎ বর্মা, শুভ্রাংশু সেনাপতি ও আকাশ সিংহ।

গুজরাত টাইটান্স: (বিদেশি) ওডিয়েন স্মিথ, আলজারি জোসেফ ও দাসুন শনাকা। (দেশীয়) যশ দয়াল, কে এস ভরত, শিবম মাভি, উর্বিল পটেল ও প্রদীপ সাঙ্গোয়ান।
মুম্বই ইন্ডিয়ান্স: (বিদেশি) জোফ্রা আর্চার, ট্রিস্টান স্টাবস, ডুয়ান জানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেরিডিথ ও ক্রিস জর্ডন। (দেশীয়) মহম্মদ আরশাদ খান, রমনদীপ সিংহ, হৃতিক শোকিন, রাঘব গয়াল ও সন্দীপ ওয়ারিয়র।

আরসিবি: (বিদেশি) ওয়ানিন্দু হাসরঙ্গ, জশ হেজ়লউড, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি ও ওয়েন পার্নেল। (দেশীয়) হর্ষল পটেল, সোনু যাদব, অবিনাশ সিংহ, সিদ্ধার্থ কৌল ও কেদার যাদব।
লখনউ সুপার জায়ান্টস: (বিদেশি) ড্যানিয়েল স্যামস। (দেশীয়) জয়দেব উনাদকাট, মনন ভোরা, স্বপ্নিল সিংহ, কর্ণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যাংশ শেগড়ে ও করুণ নায়ার।

দিল্লি ক্যাপিটালস: (বিদেশি) রিলি রুসো, রভম্যান পাওয়েল, ফিল সল্ট ও মুস্তাফিজুর রহমান। (দেশীয়) চেতন সাকারিয়া, মণীশ পাণ্ডে, কমলেশ নাগারকোটি, রিপল পটেল, সরফরাজ খান, অমন খান ও প্রিয়ম গর্গ।

রাজস্থান রয়্যালস: (বিদেশি) রো রুট, জেসন হোল্ডার এবং ওবেদ ম্যাকয়। (দেশীয়) আব্দুল বাসিথ, আকাশ বশিষ্ঠ, কুলদীপ যাদব, মুরুগান অশ্বিন, কেসি কারিয়াপ্পা ও কেএম আসিফ।

সানরাইজার্স হায়দরাবাদ: (বিদেশি) হ্যারি ব্রুক, আকিল হোসেন ও আদিল রশিদ। (দেশীয়) সমর্থ ব্যাস, কার্তিক ত্যাগী ও বিভ্রান্ত শর্মা।

পাঞ্জাব কিংস: (বিদেশি) ভানুকা রাজাপক্ষ। (দেশীয়) মোহিত রাঠি, বলতেজ ঢান্ডা, রাজ অঙ্গদ বাওয়া ও শাহরুখ খান।

কলকাতা নাইট রাইডার্স: (বিদেশি) শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজে, টিম সাউদি ও জনসন চার্লস। (দেশীয়) আর্য দেশাই, নারায়ন জগদীশন, মনদীপ সিংহ, কুলবন্ত খেজরোলিয়া, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন ও উমেশ যাদব।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...