Friday, January 2, 2026

“সব স.মস্যায় পাশে দাঁড়িয়েছে পূজা”: সারেগামাপা জয়ের কৃতিত্ব স্ত্রীকেই দিলেন বাংলার অ্যালবার্ট

Date:

Share post:

ফের দেশের মাটিতে বাংলার (West Bengal) জয়জয়কার। ফের সারা দেশের মধ্যে বাংলার নাম উজ্জ্বল করলেন সঙ্গীতশিল্পী অ্যালবার্ট কাবো লেপচা (Albert Kaboo Lepcha)। বেশ কয়েক মাসের সুরেলা সফর শেষে অবশেষে সারেগামাপা (Saregamapa) ২০২৩ সিজনের সেরার সেরা হিসাবে বেছে নেওয়া হল বাংলার এই পাহাড়ি তনয়কে। বাংলার সারেগামাপা-র মঞ্চে অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল কালিম্পং-এর (Kalimpong) ছেলে অ্যালবার্ট কাবোর। তবে সেই স্মৃতি নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও বাংলা ছাড়িয়ে এবার দেশের মাটিতে সবাইকে ছাপিয়ে গেলেন তিনি। রবিবার বিশিষ্ট বিচারকদের হাত থেকে সারেগামাপা ২০২৩-র খেতাব জিতলেন কাবো।

আট মাসের জার্নি শেষে কালিম্পং-এর টুরিস্ট গাইডের নাম এখন সবার মুখেমুখে। প্রথম অডিশন রাউন্ড থেকেই একের পর এক সুরেলা গান শুনিয়ে বাংলার গায়ক নিজের জাত চিনিয়েছেন। পাশাপাশি নীতি মোহন, অনু মালিক, হিমেশ রেশমিয়ার মতো খ্যাতনামা শিল্পীদের হাত থেকে জিতে নিয়েছেন একের পর এক পুরস্কার। এবারের সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালেতে পাঁচজন প্রতিযোগী টপ ফাইভে উঠেছিলেন। এর মধ্যে চারজন মেয়ে এবং একজন ছেলে। তবে আশ্চর্য বিষয় হল চারজনই ছিলেন বাংলার। এবারের সিজনের টপ ফাইভ হলেন অ্যালবার্ট কাবো, স্নেহা ভট্টাচার্য, রণিতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গেজমের এবং নিষ্ঠা শর্মা।

মাত্র আট মাসের শিশুকন্যার শোক অনেক কষ্টে বুকে চেপে মুম্বাইতে নতুন সফর শুরু করেছিলেন কাবো। সঙ্গী তাঁর সবসময়ের সঙ্গী স্ত্রী পূজা ছেত্রী (Pooka Chettri)। কাবোর কঠিন লড়াইয়ে সারাক্ষণ তাঁকে আগলে রেখেছেন পূজা। আর সেকারণেই ট্রফি জয়ের যাবতীয় কৃতিত্ব স্ত্রীকেই দিলেন গায়ক। পুরস্কার জয়ের পর এক সাক্ষাৎকারে ট্রফি হাতে কাবো বলেন, ‘দারুণ অনুভূতি। খুব ভালো লাগছে। এই মঞ্চে এসেছিলাম আমার স্ত্রী এবং মেয়ে এভিলিনের জন্য। এটা স্বপ্নছিল, আজ সেটা পূরণ হল। সেই লক্ষ্য নিয়ে এসেছিলাম সেটা সফল হয়েছে। পাশাপাশি বউয়ের মতামত নিয়েই সব কাজ করেন তিনি, জানাতে ভুললেন না সারেগামাপা-র বিজয়ী। কাবো জানান, ‘পূজা তো সবসময় আমাকে সাপোর্ট করে। আমি সব কাজ আমার স্ত্রীকে জিগ্গেস করেই করি। জীবনের সব সমস্যায় আমার পাশে দাঁড়িয়েছে পূজা। ও যতটা আজ খুশি, আমি ততটাই খুশি। আগামিতে আরও ভালো কাজ করাই কাবোর একমাত্র লক্ষ্য বলে জানান কালিম্পংয়ের ছেলে।

পুরস্কার হিসাবে অ্যালবার্ট বন্ধন ব্যাঙ্কের থেকে পেয়েছেন ৫ লাখ টাকা। সঙ্গে তিনি পেয়েছেন একটি দুর্দান্ত গাড়ি। পাশাপাশি অনুষ্ঠানের হোস্ট হিসাবে একটি বিনোদন চ্যানেলের তরফে আরও ১০ লাখ টাকা পেয়েছেন তিনি। প্রথম রানার আপ হয়েছেন নিষ্ঠা শর্মা এবং তৃতীয় হয়েছেন রণিতা বন্দ্যোপাধ্যায়। ২৭ বছর বয়সী এই অ্যালবার্ট কাবো লেপচার আদি বাড়ি কালিম্পং। বর্তমানে অবশ্য কাজের সূত্রে কলকাতায় থাকেন তিনি। কাবো অ্যান্ড কোম্পানি নামে তাঁর নিজস্ব একটি ব্যান্ডও রয়েছে।

 

 

 

spot_img

Related articles

শর্তসাপেক্ষ অনুমতিতে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ শুভেন্দুর

মালদার চাঁচলের কলমবাগানে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির তথাকথিত ‘পরিবর্তন সংকল্প সভা’। শুক্রবার সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা...

জঙ্গি তকমা! অভিমান নিয়ে অবসর ঘোষণা খোয়াজার

অভিমানকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেট(international cricket) থেকে অবসর ঘোষণা করলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। সিডনি টেস্টের পরই ব্যাগি...

দিলীপ সক্রিয় হতেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট! সাইবার ক্রাইম থানায় অভিযোগ রিঙ্কুর

সক্রিয় রাজনীতিতে ফিরে আসতেই ফের বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর...

দেশে বাড়ছে বার্ড ফ্লু, একাধিক রাজ্যে সর্তকতা জারি

শীত বাড়তেই না বাড়তেই চওড়া হচ্ছে বার্ড ফ্লুর থাবা। দেশের একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক...