গ্রুপ সি-তে নিয়ে এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় এজেন্সি। সিবিআইয়ের (CBI) নজরে সব স্কুলের ক্লার্কদের নিয়োগ। গ্রুপ C কর্মীদের জয়েনিং রিপোর্ট দেখতে চেয়ে মধ্যশিক্ষা পর্ষদের (Madhyasiksha Parsad) কাছে নথি তলব করল কেন্দ্রীয় সংস্থা।

আদালতের দেওয়া ডিসেম্বরের ডেডলাইনে তৎপর সিবিআই। গ্রুপ সি কর্মীদের নিয়োগে কোনও অনিয়ম হয়েছে কিনা তা জানতে প্রত্যেক কর্মীর জয়েনিং রিপোর্ট খতিয়ে দেখতে চান কেন্দ্রীয় আধিকারিকরা। অবিলম্বে জেলা পরিদর্শকদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠালো পর্ষদ।