Monday, August 25, 2025

বাড়ি থেকে উদ্ধার চাকরিপ্রার্থীদের অ্যাডমিট! CBI-র অ.ভিযোগের পাল্টা দিলেন দেবরাজ, কী জানালেন তিনি?

Date:

Share post:

‘‘আমার বাড়ি থেকে একটি বা দু’টি অ্যাডমিট কার্ড (Admit Card) পাওয়া গিয়েছে। কিন্তু আমি প্রায় নিশ্চিত, ওই প্রার্থীরা কেউই চাকরি পাননি। হয়তো কোনও শংসাপত্রের জন্য এগুলি কেউ আমাকে দিয়ে গিয়েছিলেন।’’ বাড়িতে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট পাওয়ার অভিযোগের ভিত্তিতে একথাই স্পষ্ট করে জানালেন বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)। সোমবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) অভিযোগ দেবরাজের বাড়ি থেকে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড ও কয়েকটি বদলির নথি মিলেছে। সেগুলি ইতিমধ্যে বাজেয়াপ্ত (Seized) করা হয়েছে বলে খবর। আর সিবিআই-এর অভিযোগের পাল্টা দিলেন বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ। পাশাপাশি বদলির আবেদনপত্র প্রসঙ্গে দেবরাজ জানান, তাঁর বাড়ি থেকে যে বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছে, তা অনেক পুরনো। তৎকালীন বিধায়কের কাছ থেকে সেগুলি তাঁর কাছে পাঠানো হয়েছিল।

তবে শুধু দেবরাজই নন, কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের (Bappaditya Dasgupta) বাড়ি থেকেও একই নথি পাওয়া গিয়েছে বলে অভিযোগ সিবিআই-এর। গত বৃহস্পতিবার, ধর্মতলায় শাহী সভার পরদিনই দেবরাজের বাড়ির পাশাপাশি বাপ্পাদিত্যের বাড়িতেও সাতসকালে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। বাপ্পাদিত্যের পাটুলির বাসভবনের পাশাপাশি দেবরাজের রাজারহাট ও দমদম পার্কের বাড়িতে হানা দেয় সিবিআই-এর দুই তদন্তকারী দল। তবে সিবিআই হানা শেষে দেবরাজ বলেছিলেন, ওঁরা আমার কাছে কিছু নথি চেয়েছিলেন। সে সব দিয়েছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করব।

অন্যদিকে, তাঁর বাড়িতে সিবিআই হানার পর কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য জানিয়েছিলেন, দু’টি ব্যাঙ্কের স্টেটমেন্ট, একটি মোবাইল ফোন এবং কয়েক জনের বায়োডেটা নিয়ে গিয়েছে সিবিআই। তবে দুই কাউন্সিলরের বাড়ি থেকে যে সব চাকরিপ্রার্থীদের  যাঁদের অ্যাডমিট কার্ড মিলেছে তাঁদের মধ্যে কেউ চাকরি পেয়েছেন কি না, খতিয়ে দেখছে সিবিআই। তবে দেবরাজ তাঁর প্রতিক্রিয়া জানালেও এ প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাপ্পাদিত্যের।

 

 

 

spot_img

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...