Tuesday, August 26, 2025

শিশিরের বিপুল সম্পত্তি বৃদ্ধি নিয়ে কুণালের চিঠির প্রাপ্তি স্বীকার শাহের দফতরের

Date:

Share post:

সম্প্রতি, কাঁথির সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর ‘অস্বাভাবিক হারে সম্পত্তি-বৃদ্ধি’র অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সিবিআই এবং ইডি-র ডিরেক্টরকে চিঠি দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এবং সারদা মামলার সঙ্গে যুক্ত করে তদন্তের দাবি তুলেছিলেন কুণাল। এবার কুণালের চিঠির প্রাপ্তি স্বীকার করে তাঁকে একটি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কুণাল নিজেই একথা জানিয়েছেন। সঙ্গে অমিত শাহের দেওয়া চিঠির ছবিও পোস্ট করেন তিনি। এদিন কুণাল লেখেন, “শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতি। তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলাম। অমিত শাহর তরফ থেকে উত্তরে জানলাম চিঠি পেয়েছেন। সিবিআই সূত্র থেকে জানলাম চিঠি পৌঁছেছে। দিল্লি বাধা না দিলে তদন্ত নিশ্চিত। সারদা মামলায় অন্তর্ভুক্ত করে এর তদন্ত দরকার অবিলম্বে। শিশিরবাবুকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে।”

প্রসঙ্গত, শিশির অধিকারীর ‘অস্বাভাবিক হারে সম্পত্তি-বৃদ্ধি’র অভিযোগ করে কুণাল ঘোষ দাবি করেছিলেন, ২০০৯ সালের নির্বাচনী হলফনামায় শিশির অধিকারী জানিয়েছিলেন তাঁর মোট সম্পদ ১০ লক্ষের বেশি। কিন্তু, ২০১২ সালে প্রধানমন্ত্রীর দফতরের ঘোষণা মতো, শিশির অধিকারীর মোট সম্পদ ১০ কোটির বেশি আর, ২০১৯ সালে তা হঠাৎ কমে হয় ৩ কোটি টাকা।

কুণাল ঘোষের প্রশ্ন, তথ্য ঠিক না ভুল? ১০ লক্ষ ৩ বছরে ১০ কোটি হল কী করে? ১০ কোটি কী করে কমে ৩ কোটি হল? এটা কোন জাদু? এরপরই কাঁথির সাংসদ শিশির অধিকারীর ‘সম্পত্তি বৃদ্ধি’র তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই এবং ইডি-কে চিঠি দেন কুণাল।

সোশাল মিডিয়ায় কুণাল ঘোষ বলেছিলেন, যেহেতু সারদার মালিক অভিযোগ করেছিলেন, ২০১১ এবং ‘১২ সালে কাঁথির অধিকারীরা তাঁকে ব্ল্যাকমেল করে প্রচুর টাকা নিয়েছিল এবং একই সময়ে সাংসদ শিশির অধিকারীর সম্পদের পরিমাণ ছিল ১০ কোটি টাকা, তাই, এই বিষয়টি সারদা দুর্নীতি মামলার অধীনে তদন্তের দাবি করে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই-এর ডিরেক্টর এবং ইডি-র ডিরেক্টরকে চিঠি লিখেছেন। এবার সেই চিঠির উত্তর এলো। কুণাল আশাবাদী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিরপেক্ষ ভাবে তদন্ত করবে। এবং দাবি তুললেন, শিশির অধিকারীকে হেফাজতে নিয়েই তদন্ত করলে, তা সঠিক পথে এগোবে।

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...