দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছিল। নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) গলার স্বরের নমুনা সংগ্রহ (Voice Sample) নিয়ে চরম অস্বস্তিতে ইডি (Enforcement Directorate) আধিকারিকরা। এবার সুজয় কৃষ্ণ ভদ্রের গলার নমুনা পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেকারণেই এবার এসএসকেএম-এর (SSKM) সুপারকে (Super) তলব করল ইডি। বুধবারই সুপারকে এসে ইডির দফতরে দেখা করতে বলেছে তারা। পাশাপাশি সুজয়কৃষ্ণ ভদ্রের একটি স্বাস্থ্য রিপোর্টও (Health Report) তাঁকে সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে বলে খবর।

এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে অসুস্থ হয়ে চিকিৎসাধীন নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই এসএসকেএমে রয়েছেন তিনি। তবে এবার ইডি জানতে চায়, আরও কতটা চিকিৎসার প্রয়োজন সুজয় কৃষ্ণের? আপাতত কেমন আছেন তিনি? সম্ভবত সেই জন্যই চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট নিয়ে এসএসকেএম হাসপাতালের সুপারকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তবে এর আগেও একাধিকবার সুজয় কৃষ্ণকে দেখতে হাসপাতালে দেখতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে ইডি আধিকারিকদের। তদন্তের প্রয়োজনে এসএসকেএমে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়ে সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার জন্য বারবার বিপাকে পড়তে হয় ইডিকে। তবে এবার নিজেরা নয়, বদলে এসএসকেএমের সুপারকেই রিপোর্ট নিয়ে দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি।