Friday, May 9, 2025

“সংসদ সংবিধানের ঊর্ধ্বে নয়,” মহুয়ার ব.হিষ্কারে স.রব কল্যাণ

Date:

Share post:

টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে শুক্রবার বহিষ্কার করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। তবে যার বিরুদ্ধে শাস্তির খাঁড়া নেমে এসেছে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় এদিন সরব হয়ে উঠলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদের এই পদক্ষেপকে ‘অসংবিধানিক’ বলে তোপ দাগলেন তিনি।

শুক্রবার সংসদে মহুয়া সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশ নিয়ে মহুয়াকে বলতে দেওয়ার দাবিতে সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “দেশের সংবিধান বলে, অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সেটা দেওয়া হোক।” পাশাপাশি তিনি জানান, “যে হিরানন্দনির এফিডেবিট দেখাচ্ছে এথিক্স কমিটি। সে হিরানন্দানিকে এথিক্স কমিটি সাক্ষী হিসেবে নিয়ে আসেনি। উনি এসে বলেননি যে এটা ওঁর এফিডেবিট। এভাবে কখনো ন্যায় বিচার হতে পারে না।” সংসদের নিজের সেই বক্তব্যের ভিডিও এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন কল্যাণ।

পাশাপাশি এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “একটি আধা-বিচারিক সংস্থা হিসাবে পদক্ষেপ নেওয়ার আগে মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল লোকসভার। সংসদ আইন বা সংবিধানের ঊর্ধ্বে নয়। সংসদ নিজেই সংবিধানের একটি প্রাণী।

বিজেপির পাশবিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মহুয়াকে বহিষ্কার করল।” পাশাপাশি মহুয়া ইস্যুতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মহুয়া মৈত্র বিচার পাননি। আমরা বিরোধীরা এক জোট হয়ে লড়াই করব।” এছাড়াও মহুয়ার পক্ষ নিয়ে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “এটা একটা স্টিং অপারেশন। সমস্ত তথ্য সামনে ছিল। ফাঁসির আগেও আসামীকে তাঁর শেষ কথা বলতে দেওয়া হয়, কিন্তু এখানে একপক্ষ শুনেই সিদ্ধান্ত নেওয়া হল।”

আরও পড়ুন – কাঁধে গু.রুতর চো.ট মদনের, স্থিতিশীল না হওয়ায় এখনই অ.স্ত্রোপচার নয়

spot_img

Related articles

৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা পাকিস্তানের: তথ্য প্রকাশ ভারতের

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আচমকাই পাক ড্রোন হামলায় ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরে আতঙ্ক ছড়ায়। ভারতীয় সেনার এয়ার ডিফেন্স...

জাতীয় শিক্ষানীতি মানতে রাজ্যকে বাধ্য করা যাবে না: সুপ্রিম নির্দেশে বাংলাকেই মান্যতা, দাবি ব্রাত্যর

সুপ্রিম কোর্ট রাজ্যকে জাতীয় শিক্ষানীতি (NEP 2020) বাস্তবায়নে বাধ্য করতে পারে না, স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। সেই...

ইস্টবেঙ্গলেই থাকছেন পিভি বিষ্ণু, ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা

সবকিছু ঠিকঠাক চললে আগামী দুবছর ইস্টবেঙ্গলেই(Eastbengal) থাকছেন পিভি বিষ্ণু(PV Bishnu)। কয়েকদিন আগেই বিষ্ণুর চলে যাওয়া নিয়ে একটা জল্পনা...

পুঞ্চে পরিস্থিতি উদ্বেগজনক: ত্রাণ শিবির ঘুরে বার্তা ওমর আবদুল্লার

জঙ্গি হামলার ক্ষত সবথেকে বেশি বুঝতে পারে জম্মু ও কাশ্মীরের মানুষই, বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা...