Thursday, November 13, 2025

সংঘাত চরমে, তিন রাজ্যে মুখ্যমন্ত্রী বাছতে পর্যবেক্ষক দল বিজেপির

Date:

Share post:

তিন রাজ্যে নির্বাচনী জয়ের পরেও অস্বস্তি কাটছে না বিজেপির। ভোটের ফল ঘোষণার পাঁচ দিন পেরিয়ে গেল এখনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়নি। মুখ্যমন্ত্রী চেয়ারে কে বসবে তা নিয়ে রীতিমতো সংঘাত শুরু হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বাঁচতে তিন রাজ্যের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে গেরুয়া শিবির।

বিজেপির সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী বাছতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। মধ্যপ্রদেশে পাঠানো হচ্ছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ও ছত্তিশগড়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা। রবিবার রাজস্থান এবং ছত্তিশগড় আর সোমবার মধ্যপ্রদেশে পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। সেদিনই মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর। অন্যদিকে, মুখ্যমন্ত্রীদের নাম বাছাই করতে শুক্রবার রাতে দিল্লিতে বিজেপি অফিসে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, রাজনাথ সিং, বি এল সন্তোষ-সহ শীর্ষ নেতৃত্ব। তবে দফায় দফায় বৈঠকের পরও চূড়ান্ত নাম বাঁচতে রীতিমতো হিমশিম অবস্থা দিল্লি বিজেপির।

রাজস্থানে রাজমাতা বসুন্ধরা রাজে, নাকি বালকনাথ। ছত্তিশগড়ে রমণ সিং, নাকি রেণুকা সিং। আর মধ্যপ্রদেশে তো মুখ্যমন্ত্রীর দৌড়ে দীর্ঘ লাইন। সেখানে কুর্সির দাবিদার প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, সদ্য প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কৈলাস বিজয়বর্গীয় ও প্রহ্লাদ প‌্যাটেল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বিজেপির শীর্ষ নেতারা। অবশ্য শেষ পর্যন্তকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন তা ঠিক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে রাজস্থানের জন্য যে পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে সেখানে রাজনাথ ছাড়াও রয়েছেন রাজ্যসভার সাংসদ সরোজ পাণ্ডে ও দলের সাধারণ সম্পাদক বিনোদ তাবড়ে। অন্যদিকে, বাঘ ও বাগির রাজ্য মধ্যপ্রদেশে হরিয়ানার মুখ্যমন্ত্রী ছাড়াও পর্যবেক্ষক করা হয়েছে ওবিসি মোর্চার জাতীয় সভাপতি কে লক্ষ্মণ ও সাধারণ সম্পাদক আশা লাকড়াকে। আর অর্জুন মুন্ডা ছাড়াও ছত্তিশগড়ে পর্যবেক্ষক করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতমকে। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দলীয় কোন দল এড়াতে যত দ্রুত সম্ভব ৩ নাম প্রকাশ্যে আনবে গেরুয়া শিবির।

spot_img

Related articles

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...