Sunday, August 24, 2025

সংঘাত চরমে, তিন রাজ্যে মুখ্যমন্ত্রী বাছতে পর্যবেক্ষক দল বিজেপির

Date:

Share post:

তিন রাজ্যে নির্বাচনী জয়ের পরেও অস্বস্তি কাটছে না বিজেপির। ভোটের ফল ঘোষণার পাঁচ দিন পেরিয়ে গেল এখনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়নি। মুখ্যমন্ত্রী চেয়ারে কে বসবে তা নিয়ে রীতিমতো সংঘাত শুরু হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বাঁচতে তিন রাজ্যের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে গেরুয়া শিবির।

বিজেপির সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী বাছতে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে। মধ্যপ্রদেশে পাঠানো হচ্ছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ও ছত্তিশগড়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা। রবিবার রাজস্থান এবং ছত্তিশগড় আর সোমবার মধ্যপ্রদেশে পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। সেদিনই মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর। অন্যদিকে, মুখ্যমন্ত্রীদের নাম বাছাই করতে শুক্রবার রাতে দিল্লিতে বিজেপি অফিসে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, রাজনাথ সিং, বি এল সন্তোষ-সহ শীর্ষ নেতৃত্ব। তবে দফায় দফায় বৈঠকের পরও চূড়ান্ত নাম বাঁচতে রীতিমতো হিমশিম অবস্থা দিল্লি বিজেপির।

রাজস্থানে রাজমাতা বসুন্ধরা রাজে, নাকি বালকনাথ। ছত্তিশগড়ে রমণ সিং, নাকি রেণুকা সিং। আর মধ্যপ্রদেশে তো মুখ্যমন্ত্রীর দৌড়ে দীর্ঘ লাইন। সেখানে কুর্সির দাবিদার প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, সদ্য প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কৈলাস বিজয়বর্গীয় ও প্রহ্লাদ প‌্যাটেল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বিজেপির শীর্ষ নেতারা। অবশ্য শেষ পর্যন্তকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন তা ঠিক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে রাজস্থানের জন্য যে পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে সেখানে রাজনাথ ছাড়াও রয়েছেন রাজ্যসভার সাংসদ সরোজ পাণ্ডে ও দলের সাধারণ সম্পাদক বিনোদ তাবড়ে। অন্যদিকে, বাঘ ও বাগির রাজ্য মধ্যপ্রদেশে হরিয়ানার মুখ্যমন্ত্রী ছাড়াও পর্যবেক্ষক করা হয়েছে ওবিসি মোর্চার জাতীয় সভাপতি কে লক্ষ্মণ ও সাধারণ সম্পাদক আশা লাকড়াকে। আর অর্জুন মুন্ডা ছাড়াও ছত্তিশগড়ে পর্যবেক্ষক করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতমকে। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দলীয় কোন দল এড়াতে যত দ্রুত সম্ভব ৩ নাম প্রকাশ্যে আনবে গেরুয়া শিবির।

spot_img

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...