Wednesday, November 5, 2025

কবে লোকসভা নির্বাচন? ICSE-CBSE-এর নির্ঘণ্ট ঘোষণার পরই শুরু জোর জল্পনা

Date:

Share post:

কবে হবে লোকসভা নির্বাচন (Loksabha Election)? আইসিএসই (ICSE), আইএসসি (ISC) পরীক্ষার পাশাপাশি এবার সিবিএসইও (CBSE) তাদের পরীক্ষাসূচি ঘোষণা করে দেওয়ায় শুরু হয়েছে জল্পনা। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হচ্ছে ২ এপ্রিল। আইএসসি পরীক্ষা শেষ হবে ৩ এপ্রিল। দেশের সব রাজ্য শিক্ষা সংসদের পরীক্ষাই মার্চের মধ্যে শেষ হয়ে যাবে বলে খবর। তবে পড়ুয়াদের নিরিখে দেশের সবচেয়ে বড় বোর্ড সিবিএসই-ই। আর দু’টি সর্বভারতীয় বোর্ডের পরীক্ষাসূচি ঘোষণা হওয়ার পর রাজনৈতিক মহলের মতে, মোটামুটি ২০১৯ সালের মতো সময়েই হতে চলেছে লোকসভা ভোট।

উল্লেখ্য, ২০১৯ সালে সিবিএসই দ্বাদশের পরীক্ষা শেষ হয়েছিল ৬ এপ্রিল। প্রথম দফার লোকসভা ভোট ছিল ১১ এপ্রিল। সে বার মোট সাত দফায় লোকসভা নির্বাচন হয়। শেষ দফার ভোটগ্রহণ ছিল ১৯ মে। এরপর ২৩ মে সারা দেশে এক দিনে ভোটগণনা হয়েছিল। আর সেই পথ ধরেই আগামী লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে বলে জল্পনা। এপ্রিল-মের বদলে মার্চ-এপ্রিলে নির্বাচন হয়ে যেতে পারে বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু সর্বভারতীয় দুই পরীক্ষার সূচি ঘোষণা হওয়ার পর অনেকেই মনে করছেন, পরীক্ষার মাঝে ভোট না করানোরই সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন।

তবে নির্বাচন এগিয়ে আনা প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, সাধারণত প্রতিবারই সর্বভারতীয় বোর্ডগুলির পরীক্ষা শেষ হওয়ার পর লোকসভা নির্বাচন শুরু হয়। যদি এ বার রামমন্দিরকে ভোটের অস্ত্র করতে বিজেপি আগ্রাসী হয়ে নামে তা হলে আলাদা বিষয়। সেটা হলে গণতন্ত্রের উপর আরও একটা আঘাত এসে পড়বে। তবে এ বার কবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে সে দিকে তাকিয়ে গোটা দেশ।

 

 

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...