Tuesday, August 26, 2025

সংসদে হানাদার: গুরুত্ব সহকারে মন্ত্রীদের বিষয়টি দেখার নির্দেশ মোদির

Date:

Share post:

‘বজ্র আঁটুনি, ফস্কা গেরো’, সংসদের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার অধিবেশন চলাকালীন তাণ্ডব চালিয়েছে দুই যুবক। এই ঘটনায় গোটা দেশে নিন্দার ঝড় উঠতেই তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনায় উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে সিনিয়র মন্ত্রীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সবাইকে আগাম সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংসদের নিরাপত্তা ইস্যুতে গোটা দেশে যখন নিন্দার ঝড় উঠছে সেই সময় এই ইস্যুতে প্রকাশ্য বিবৃতি না দিলেও সূত্রের খবর বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে মন্ত্রীদের কথা বলেন প্রধানমন্ত্রী। যেখানে মোদি বলেন, “আমাদের সকলকে এখন থেকে সাবধানে থাকতে হবে। তবে বিষয়টি নিয়ে কোনওরকম রাজনৈতিক জলঘোলা করার প্রয়োজন নেই। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে সকলকে।” তবে প্রধানমন্ত্রী বার্তা দিলেও উদ্বেগ কাটছে না। কারণ, যার ভিজিটর পাশ ব্যবহার করে সংসদে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে দুইজন তিনি মহিশূরের বিজেপির সাংসদ প্রতাপ সিমহা। এখন প্রশ্ন বিজেপি সাংসদের আত্মীয় হলে কি সংসদের অন্দরে প্রবেশে বিশেষ ছাড় দেওয়া হত? নাহলে স্মোক ক্যান সহ কীভাবে সংসদে প্রবেশ করতে পারে কেউ। যেখানে সাংবাদিকদের খাতা পেন নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংসদে এত কড়াকড়ি থাকে সেখানে এই ঘটনা নিশ্চিতভাবে প্রশ্ন তুলছে।

উল্লেখ্য, বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। ঠিক তখনই দর্শকআসন থেকে লাফ দেয় ২ জন। মুহূর্তে আতঙ্ক তৈরি হয় সংসদের অন্দরে। সাংসদেরাও আসন ছেড়ে উঠে পড়েন। হুড়োহুড়ির মাঝে জুতোর মধ্য থেকে কিছু একটা বের করে একজন, মুহূর্তের মধ্যে গোটা সংসদ ভবনে ছড়িয়ে পড়ল হলুদ রঙের গ্যাস। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর সাংসদরাই ধরে ফেলেন ২ জনকে। ধরা পড়ার পর স্লোগান দিতেও দেখা যায় তাঁদের। অন্য দিকে, পার্লামেন্ট ভবনের বাইরে হলুদ ধোঁয়া নির্গত ‘ক্যান’ নিয়ে প্রতিবাদ করার সময় এক যুবক এবং এক মহিলাকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে নীলমের বয়স ৪২ বছর। অমলের বয়স ২৫। তাঁদের দু’জনকে পরিবহণ ভবনের সামনে আটক করা হয়েছে। এই ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৮ নিরাপত্তারক্ষীকে। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...