Thursday, January 15, 2026

সঙ্ঘবদ্ধ শপথ: লোকসভার আগে জেলায় জেলায় মহিলা তৃণমূলের নয়া কর্মসূচি

Date:

Share post:

কেন্দ্রের বিজেপি সরকারের নারী বিদ্বেষের বিরুদ্ধে ফের সঙ্ঘবদ্ধ আন্দোলনে নামার পরিকল্পনা গ্রহণ করল তৃণমূল মহিলা কংগ্রেস। সেই লক্ষ্যে শুক্রবার রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হল নয়া কর্মসূচি। আগামী ২২ ডিসেম্বর থেকে ৬ ফেব্রুয়ারি ৪৫ দিনের কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‍‘সঙ্ঘবদ্ধ শপথ’।

এদিন তৃণমূল ভবনে বৈঠকের পর মালা রায়, অর্পিতা ঘোষ, কৃষ্ণা চক্রবর্তীকে পাশে নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ৩৫টি সাংগঠনিক জেলায় কর্মিসভা হবে। ব্লকস্তরের নেত্রীদের নিয়ে সঙ্ঘবদ্ধ শপথ গ্রহণ করবে তৃণমূল। সেইসঙ্গে চলবে পাড়ায় বৈঠক কর্মসূচি। একটা অঞ্চলে তিনটি করে বৈঠক হবে। রাজ্যে তিন হাজারের বেশি অঞ্চল রয়েছে। সেই নিরিখে রাজ্যে মোট ১০ হাজার সভা হবে। সেখানে প্রতি সভায় ৫ থেকে ৬ জন নতুন সদস্যকে সংযোজিত করার টার্গেট দেওয়া হয়েছে। এই হিসেবে ৫০-৬০ হাজার নতুন মহিলা সদস্য দলে অন্তর্ভুক্ত হবেন। চন্দ্রিমা ভট্টাচার্য একইসঙ্গে ঘোষণা করেন বিজেপির নারী বিদ্বেষের বিরুদ্ধে ‘চলো পাল্টাই’ ব্যানারে মিছিল হবে। অঞ্চলগুলিতে তিনটি করে মিছিল হবে। মিছিল হবে জেলাগুলিতেও।

তিনি আরও জানান, নির্বাচন অবশ্যই ফ্যাক্টর। তবে আমরা শুধু নির্বাচনের কথা ভাবি না। আমাদের কর্মসূচি চলতেই থাকে। সেইমতোই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা বাংলার মহিলাদের জানাতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মানিত করেন, কেন্দ্রের বিজেপি সরকার মহিলাদের ব্যবহার করে ভোটের জন্য।

তিনি এদিন কেন্দ্রের মহিলা বিদ্বেষ সম্পর্কে বলতে গিয়ে সংরক্ষণ বিল দিয়ে মহিলাদের ভুল বোঝানো, মহিলা সাংসদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বহিষ্কার, গ্যাসের দাম কমিয়ে রাখি উপহারের নামে হয়রানির কথা তুলে ধরেন। আর বলেন, তুলনা করে দেখুন মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কী করেছেন। মহিলাদের সম্মান দিয়েছেন, ৫০ শতাংশ সংরক্ষণকে মান্যতা দিয়েছেন। স্বাস্থসাথী থেকে কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনে মহিলা সম্মান প্রদানের ব্যাখ্যা দেন তিনি। এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের এই বৈঠকে রাজ্য মহিলা নেতৃত্ব ছাড়াও ছিলেন সমস্ত সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রীরা।

 

spot_img

Related articles

আজ উত্তরবঙ্গ সফরে মমতা, শিলান্যাস করবেন মহাকাল মন্দিরের

বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরে দমদম বিমানবন্দর (NSCBI Airport) থেকে তিনি বাগডোগরার...

আজ নন্দীগ্রামে সেবাশ্রয়ের উদ্বোধন, মডেল ক্যাম্প পরিদর্শন করবেন অভিষেক 

ডায়মন্ড হারবারের পর এবার নন্দীগ্রাম (Nandigram)। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয়...

ধর্মঘটের জেরে টানা ৪ দিন বন্ধ ব্যাংক পরিষেবা

বৈঠক নিষ্ফলা, মাসের প্রতি শনি-রবিবার ছুটির দাবিতে ২৭ জানুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) হচ্ছেই। ফলে বছরের প্রথম মাসের...

ভোটের আগে রিস্ক-ফ্রি কমিটি বিজেপির! জেলা ইনচার্জ পদে পুরোনোতে আস্থা 

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির স্ট্যাটেজি ঠিক করতে মাথার ঘাম পায়ে ফেলছেন অমিত শাহ, নরেন্দ্র মোদি।...