Thursday, August 21, 2025

রাতভর কাজ শেষের পর অবশেষে স্বাভাবিক পরিষেবা! দক্ষিণেশ্বর থেকেই মিলছে মেট্রো

Date:

Share post:

রবিবার দুপুর থেকেই স্তব্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। চরম হয়রানির শিকার হতে হয়েছিল যাত্রীদের। দক্ষিণেশ্বর-দমদম (Dakshineshwar-Dumdum) লাইনে মেট্রো পরিষেবা থমকে যায়। যার জেরে রবিবার বাতিল করা হয় ৮০টিরও বেশি ট্রেন। যা কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইতিহাসে নজিরবিহীন। জানা যায়, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগের গোলমালের জেরেই এই সমস্যা। এরপর রবিবার রাতভর কাজ শেষের পর সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সামাল দেওয়া গেল পরিস্থিতি। সোমবার সকাল থেকে ওই লাইনে স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ সোমবার সকালে জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রুটে বর্তমানে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, রবিবার দুপুর ১টা ৫২ মিনিট থেকে দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে মেট্রো আচমকা স্তব্ধ হয়ে যায় পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, থার্ড রেলে বিদ্যুৎ পরিষেবার সমস্যার কারণেই এই বিপত্তি ঘটে। এরপর মেট্রো রেলের ইঞ্জিনিয়ারদের দীর্ঘ প্রচেষ্টার পরও রবিবার চালু হয়নি মেট্রো। এরপর রবিবার রাতভর যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলার পর সোমবার সকালে স্বাভাবিক মেট্রো পরিষেবা। তবে রবিবারের অভিজ্ঞতার পর অনেকেই মেট্রো রুট এড়িয়ে যাচ্ছেন। সোমবার সকালে সেকারণেই দক্ষিণেশ্বর কিংবা বরাহনগর স্টেশনে অন্যান্য দিনের তুলনায় ভিড় খানিকটা কম। নিত্যযাত্রীরা জানিয়েছেন, মেট্রো স্বাভাবিক হয়েছে কি না, তা তাঁরা অনেকেই জানতে পারেননি। তাই বিকল্প পথে যাতায়াতের পরিকল্পনা করে বেরিয়েছিলেন বাড়ি থেকে। মেট্রো স্বাভাবিক দেখে অনেকে তাতে উঠেছেন। অনেকে মেট্রোর পথ এড়িয়ে গিয়েছেন।

তবে সপ্তাহের বেশিরভাগ দিনই কোনও না কোনও কারণে থমকে যাচ্ছে মেট্রো রেল পরিষেবা। আর সেকারণেই সকালের ব্যস্ততম সময়ে অফিস পৌঁছতে না পেরে সাধারণ মানুষদের মধ্যে বাড়ে উত্তেজনা।

 

 

 

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...