Thursday, November 13, 2025

ভূমি দফতরের কর্মীদের কাজকর্মের ওপর ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী! ক.ড়া নজরদারি চালাতে কমিটিগুলিকে তৎপর হওয়ার নির্দেশ রাজ্যের

Date:

Share post:

ভূমি ও ভূমিসংস্কার দফতরের একাংশের কর্মীর ভূমিকায় মুখ্য়মন্ত্রীর ক্ষোভ প্রকাশের প্রেক্ষিতে ওই সব আধিকারিকদের কাজকর্মের ওপর নজরদারি চালাতে গঠিত কমিটিকে আরও তৎপর হতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। ভূমি দফতরের আধিকারিকদের কাজের ওপর লাগাতার নজরদারি চালাতে বছর খানেক আগে ব্লক স্তরে কমিটি গঠন করা হয়েছে। থানার ওসি, বিডিও এবং বিএলআরওকে নিয়ে ওই ত্রিস্তরীয় কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কমিটি গঠনের পরেও অনিয়মের অভিযোগ উঠে আসছে বলে খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সে কারণেই ওই কমিটিগুলিকেই আরও সক্রিয় ও তৎপর হতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শীঘ্রই এব্যপারে একটি বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ভূমি সংক্রান্ত বিষয়ে এলাকা ঘুরে ঘুরে বা রেগুলার ফিল্ড ভিজিটের মাধ্যমে নজরদারি চালানোর দায়িত্ব ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার বা আরআইদের। রাজ্যজুড়ে বর্তমানে মাত্র ৫০০ জন মতো আরআই রয়েছেন। অর্থাৎ, সঠিকভাবে নজরদারি চালাতে গেলে রাজ্যে ৩ হাজার ৩৪২ জন আরআই প্রয়োজন। এই শূন্যপদ দীর্ঘদিন পূরণ না হওয়ায় থানার ওসি, বিডিও এবং বিএলআরওদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই পদ দ্রুত পূরণ হওয়া প্রয়োজন বলেও মনে করছে প্রশাসনিক মহল। কারণ, আরআই-রা ভূমি সংক্রান্ত বিষয় যতটা বোঝেন, তা পুলিশ বা অন্যান্য ক্যাডারের অফিসারদের পক্ষে বোঝা সম্ভব নয়। অন্যদিকে, মাটিগাড়া এবং রাজগঞ্জে যে জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, তা সরেজমিনে খতিয়ে দেখতে দুই সদস্যের দল পাঠিয়েছে নবান্ন। এই দল তদন্ত শেষে রিপোর্ট দেবে ভূমি ও ভূমিসংস্কার দফতরে। জানা গিয়েছে, শুধু মাত্র মাটিগাড়া থেকেই মোট ৯২টি অভিযোগ জমা পড়েছে।

আরও পড়ুন- রাজ্যের সেতুগুলির নি.রাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা জা.রি পূর্ত দফতরের

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...