Wednesday, August 27, 2025

ভূমি দফতরের কর্মীদের কাজকর্মের ওপর ক্ষু.ব্ধ মুখ্যমন্ত্রী! ক.ড়া নজরদারি চালাতে কমিটিগুলিকে তৎপর হওয়ার নির্দেশ রাজ্যের

Date:

Share post:

ভূমি ও ভূমিসংস্কার দফতরের একাংশের কর্মীর ভূমিকায় মুখ্য়মন্ত্রীর ক্ষোভ প্রকাশের প্রেক্ষিতে ওই সব আধিকারিকদের কাজকর্মের ওপর নজরদারি চালাতে গঠিত কমিটিকে আরও তৎপর হতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। ভূমি দফতরের আধিকারিকদের কাজের ওপর লাগাতার নজরদারি চালাতে বছর খানেক আগে ব্লক স্তরে কমিটি গঠন করা হয়েছে। থানার ওসি, বিডিও এবং বিএলআরওকে নিয়ে ওই ত্রিস্তরীয় কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কমিটি গঠনের পরেও অনিয়মের অভিযোগ উঠে আসছে বলে খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সে কারণেই ওই কমিটিগুলিকেই আরও সক্রিয় ও তৎপর হতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শীঘ্রই এব্যপারে একটি বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ভূমি সংক্রান্ত বিষয়ে এলাকা ঘুরে ঘুরে বা রেগুলার ফিল্ড ভিজিটের মাধ্যমে নজরদারি চালানোর দায়িত্ব ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার বা আরআইদের। রাজ্যজুড়ে বর্তমানে মাত্র ৫০০ জন মতো আরআই রয়েছেন। অর্থাৎ, সঠিকভাবে নজরদারি চালাতে গেলে রাজ্যে ৩ হাজার ৩৪২ জন আরআই প্রয়োজন। এই শূন্যপদ দীর্ঘদিন পূরণ না হওয়ায় থানার ওসি, বিডিও এবং বিএলআরওদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই পদ দ্রুত পূরণ হওয়া প্রয়োজন বলেও মনে করছে প্রশাসনিক মহল। কারণ, আরআই-রা ভূমি সংক্রান্ত বিষয় যতটা বোঝেন, তা পুলিশ বা অন্যান্য ক্যাডারের অফিসারদের পক্ষে বোঝা সম্ভব নয়। অন্যদিকে, মাটিগাড়া এবং রাজগঞ্জে যে জমি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, তা সরেজমিনে খতিয়ে দেখতে দুই সদস্যের দল পাঠিয়েছে নবান্ন। এই দল তদন্ত শেষে রিপোর্ট দেবে ভূমি ও ভূমিসংস্কার দফতরে। জানা গিয়েছে, শুধু মাত্র মাটিগাড়া থেকেই মোট ৯২টি অভিযোগ জমা পড়েছে।

আরও পড়ুন- রাজ্যের সেতুগুলির নি.রাপত্তায় একগুচ্ছ নির্দেশিকা জা.রি পূর্ত দফতরের

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...