Saturday, August 23, 2025

আজকের দিনে কী কী ঘটেছিল? চলুন দেখে নেওয়া যাক

Date:

Share post:

১৮৯৮

পিয়ের ক্যুরি ও মারি ক্যুরি এদিন তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন। এই আবিষ্কারের জন্য ১৯০৩ সালে মেরি ক্যুরি এবং পিয়ের ক্যুরি যৌথ ভাবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১০ সালে মেরি ক্যুরি রেডিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করে সম্পূর্ণ বিশুদ্ধ রেডিয়াম নিষ্কাশন করেন। এই অসাধারণ উদ্ভাবনের জন্য ১৯১১ সালে মেরিকে রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র নারী যিনি দু’বার দুটি বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেছেন।

১৯১৩

সংবাদপত্রে শব্দছক বা শব্দধাঁধা প্রথম প্রকাশিত হয় এদিন। ‘নিউ ইয়র্ক ওয়ার্ল্ড’ নামক দৈনিক পত্রিকার রবিবারের ক্রোড়পত্রিকা ‘ফান’-এ প্রথম ক্রসওয়ার্ড পাজল প্রকাশিত হয় ১৯১৩ সালের আজকের তারিখে। বড়দিন উপলক্ষে নতুন ধাঁধার সন্ধান করতে গিয়ে আর্থার ওয়েইন এই ভিন্ন ধরনের শব্দখেলার আবিষ্কার করেন। তাঁর বানানো পাজলটি ছিল ডায়মন্ড আকারের এবং তাতে ছিল না কোনও কালো ছক। প্রথম ক্রসওয়ার্ড পাজলের নাম কিন্তু ক্রসওয়ার্ডও ছিল না, ছিল ওয়ার্ড-ক্রস পাজল। ‘জাগোবাংলা’ দৈনিকের শব্দছকের নাম ‘শব্দবাংলা’।

১৯৬৮

অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়। কেনেডি স্পেস সেন্টার থেকে এটি মহাকাশে প্রেরিত হয়। এটির তিন মহাকাশযাত্রী ফ্রাংক বোরম্যান, জেমস লাভেল ও উইলিয়াম অ্যান্ডার্স প্রথম চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর উদয় দেখার ও সেটার ছবি তোলার সুযোগ পান।

১৯৩৪

প্রতিমা বন্দ্যোপাধ্যায় (১৯৩৪-২০০৪) এদিন কলকাতায় জন্মগ্রহণ করেন। একবার হেমন্ত মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়েছিল গায়িকাদের মধ্যে কার গলাটি তাঁর সবচেয়ে সুরেলা লাগে। তিনি এক ঝটকায় বলে দিলেন, ‘‘প্রতিমা বন্দ্যোপাধ্যায়।’’ ‘লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের চেয়ে আপনি প্রতিমাদিকে এগিয়ে রাখছেন!” এ-কথা শুনে তিনি বলেছিলেন, ‘‘প্রতিমার গানের কলি লতা নিজের বিশেষ সংগ্রহে রেখেছে। ওরা বলে, প্রতিমা মানুষই নয়। ও তো পাখি!’’ তর্কযোগ্য ভাবে, ১৯৫২ থেকে ’৫৪-র মধ্যে বাংলা ছবির স্বর্ণযুগের শুরু। এই সময়েই একের পর এক মনভুলানো গান গেয়ে খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন প্রতিমা।

১৮০১

প্রসন্নকুমার ঠাকুর (১৮০১-১৮৬৮) এদিন জন্মগ্রহণ করেন। উনিশ শতকের বাংলায় শিক্ষা বিস্তারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। হিন্দু কলেজ, স্কুল সোসাইটি, বেনেভোলেন্ট সোসাইটি প্রভৃতি তাঁর কাছ থেকে আর্থিক সাহায্য ও পরামর্শ পেত।

২০১৭

জটিলেশ্বর মুখোপাধ্যায় (১৯৩৪-২০১৭) এদিন প্রয়াত হন। সুরকার তথা গীতিকার এবং গায়ক। ‘‘বধুঁয়া আমার চোখে জল এনেছে/ হায় বিনা কারণে।”…সহ জটিলেশ্বরের একাধিক অমর সৃষ্টি আজও সমান জনপ্রিয় বাঙালির কাছে। ১৯৫৫ সালে প্রথম আকাশবাণীতে গান গাওয়ার সুযোগ পান জটিলেশ্বর মুখোপাধ্যায়। ১৯৭৪ সালে তাঁর রেকর্ড করা ‘এ কোন সকাল’ গানটি আজও বিভিন্ন ক্ষেত্রে নানা দুরবস্থার কথা তুলে ধরতে ব্যবহার করা হয়। ২০১৩ সালে তাঁকে রাজ্য সংগীত আকাদেমি থেকে জ্ঞানপ্রকাশ ঘোষ পুরস্কারে ভূষিত করা হয়।

১৮২৭

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (১৮২৭-১৮৮৭) এদিন জন্মগ্রহণ করেন। ঈশ্বর গুপ্ত এবং মধুসূদনের মধ্যে কবিত্বের সংযোগ-বিন্দু রূপে যেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। অনাধুনিক আঙ্গিক এবং আধুনিক মনোভাবনার এক বিচিত্র সমন্বয় রঙ্গলালের কাব্যগুলির মধ্যে লক্ষ্য করা যায়।

 

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...