Thursday, November 13, 2025

একনায়কতন্ত্রের পথে আরও একধাপ! বিরোধী শূন্য লোকসভায় পাশ ‘নির্বাচন কমিশনার বিল’

Date:

Share post:

মোদি সরকারের একনায়কতন্ত্রের পথে আরও একধাপ। বিরোধী শূন্য লোকসভায় কোনও আলোচনা ছাড়াই একপেশে ভাবে পাশ হয়ে গেল নির্বাচন কমিশনার নিযুক্তি বিল ২০২৩। শুরু থেকেই এই বিলের বিরোধিতায় সরব ছিল বিরোধীরা। কারণ বিরোধীদের আশঙ্কা এই বিল পাশ হলে নিজেদের পছন্দের কাউকে নির্বাচন কমিশনারের পদে বসাবে শাসকদল। যার ফলে বিঘ্নিত হবে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া।

চলতি মাসের শুরুতে রাজ্যসভায় পাস হয়ে গিয়েছিল ‘নির্বাচন কমিশনার বিলটি। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে রাজ্যসভায় মোদি সরকার এই বিল পাশ করায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। তিন জন নির্বাচন কমিশনার নিযুক্তির বিল এবার পাস হয়ে গেল লোকসভাতেও। এবার শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের পালা। স্বাক্ষর করলেই এবার সেটি গৃহীত হবে আইন বলে। নয়া বিল অনুযায়ী কমিশনার নিয়োগে সিলেকশন কমিটির তিনজনের মধ্যে দুজনই সরকার পক্ষের, তাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা থাকবে শাসকদলের হাতেই। বিরোধীদের অভিযোগ, বিশেষ উদ্দেশ্য নিয়ে লোকসভা ভোটের আগে এই বেআইনি বিল পাস করা হয়েছে। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই উদ্যোগ বলে অভিযোগ বিরোধীদের।

উল্লেখ্য, এত দিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের কমিটিতে তিন সদস্য থাকতেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা থাকতেন। তাঁরাই নির্বাচন কমিশনার নিয়োগ করতেন। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নয়া বিলে তিন সদস্যের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে বলার অপেক্ষা রাখে না নির্বাচন কমিশনার নিয়োগের রাশ পুরোপুরি থাকবে মোদি সরকারের হাতে।

spot_img

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...