Tuesday, January 13, 2026

একনায়কতন্ত্রের পথে আরও একধাপ! বিরোধী শূন্য লোকসভায় পাশ ‘নির্বাচন কমিশনার বিল’

Date:

Share post:

মোদি সরকারের একনায়কতন্ত্রের পথে আরও একধাপ। বিরোধী শূন্য লোকসভায় কোনও আলোচনা ছাড়াই একপেশে ভাবে পাশ হয়ে গেল নির্বাচন কমিশনার নিযুক্তি বিল ২০২৩। শুরু থেকেই এই বিলের বিরোধিতায় সরব ছিল বিরোধীরা। কারণ বিরোধীদের আশঙ্কা এই বিল পাশ হলে নিজেদের পছন্দের কাউকে নির্বাচন কমিশনারের পদে বসাবে শাসকদল। যার ফলে বিঘ্নিত হবে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া।

চলতি মাসের শুরুতে রাজ্যসভায় পাস হয়ে গিয়েছিল ‘নির্বাচন কমিশনার বিলটি। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে রাজ্যসভায় মোদি সরকার এই বিল পাশ করায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। তিন জন নির্বাচন কমিশনার নিযুক্তির বিল এবার পাস হয়ে গেল লোকসভাতেও। এবার শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের পালা। স্বাক্ষর করলেই এবার সেটি গৃহীত হবে আইন বলে। নয়া বিল অনুযায়ী কমিশনার নিয়োগে সিলেকশন কমিটির তিনজনের মধ্যে দুজনই সরকার পক্ষের, তাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা থাকবে শাসকদলের হাতেই। বিরোধীদের অভিযোগ, বিশেষ উদ্দেশ্য নিয়ে লোকসভা ভোটের আগে এই বেআইনি বিল পাস করা হয়েছে। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এই উদ্যোগ বলে অভিযোগ বিরোধীদের।

উল্লেখ্য, এত দিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের কমিটিতে তিন সদস্য থাকতেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা থাকতেন। তাঁরাই নির্বাচন কমিশনার নিয়োগ করতেন। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নয়া বিলে তিন সদস্যের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে বলার অপেক্ষা রাখে না নির্বাচন কমিশনার নিয়োগের রাশ পুরোপুরি থাকবে মোদি সরকারের হাতে।

spot_img

Related articles

নরখাদক অভিযোগে শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত

মৃতদেহের মাংস খেতেই খুন! সোমবার সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ...

ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

অন্তর্বর্তী সরকার ইউনুসের রাজত্বে বাংলাদেশে (Bangladesh Minority Attack) সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। ফের মৌলবাদীরা পিটিয়ে খুন...

ডিজিটাল যোদ্ধা কনক্লেভে’ কঠিন দিনের যোদ্ধারা উপেক্ষিত, সোশ্যাল মিডিয়ায় ঝড়

আমরা ডিজিটাল (Digital) যোদ্ধা' কনক্লেভ হয়েছে মিলন মেলায়, সোমবার। মূলত তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়দের অনুষ্ঠান বলেই পরিচিত। মূল...

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...