Sunday, August 24, 2025

আজ কী ঘটেছিল?

Date:

Share post:

সুন্দরীমোহন দাস(১৮৫৭-১৯৫০) এদিন জন্মগ্রহণ করেন। প্রখ্যাত চিকিৎসক। বঙ্গভঙ্গ আন্দোলনে সক্রিয় ছিলেন। সেসময় ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট ও চিত্তরঞ্জন হাসপাতাল প্রতিষ্ঠা করেন। প্রথম থেকে তিনি এই প্রতিষ্ঠানের সেবক, সংগঠক ও অধ্যক্ষ ছিলেন। ‘বৃদ্ধাধাত্রীর রোজনামচা’ তাঁর একটি স্মরণীয় রচনা। প্রথম জীবনে ব্রাহ্মধর্মে অনুপ্রাণিত হলেও শেষ জীবনে বৈষ্ণবধর্মে বিশ্বাসী হয়ে ওঠেন। তিনি ২০০ কীর্তন লিখেছিলেন।

১৮৫৩ সালে আজ সারদা দেবী বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন। সেদিন ছিল অগ্রহায়ণ মাসের কৃষ্ণা সপ্তমী তিথি। শ্রীরামকৃষ্ণের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী মা সারদা আসলে এক ব্যাপ্ত মাতৃমূর্তি। তিনি সকলের মা। তাঁর কথাতেই আছে, তিনি সতেরও মা, অসতেরও মা।

 

জর্জ এলিয়ট(১৮১৯-১৮৮০) এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসল নাম মেরি অ্যান ইভান্স। ইংরেজ ঔপন্যাসিক, সাংবাদিক, অনুবাদক এবং ভিক্টোরীয় যুগের নেতৃস্থানীয় লেখক। মহিলা হয়েও তিনি পুরুষ ছদ্মনাম ব্যবহার করতেন, যাতে তাঁর কাজ মানুষ গুরুত্বসহকারে গ্রহণ করে।

১৮৮৭ শ্রীনিবাস রামানুজন এদিন জন্মগ্রহণ করেন। ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ। বিশুদ্ধ গণিতের কোনও প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মাত্র ৩২ বছরের জীবনে প্রায় ৪০০০ বিস্ময়কর সূত্র ও উপপাদ্য আবিষ্কার করেছেন, যেগুলো বর্তমান সুপার কম্পিউটারের যুগেও গুরুত্ব হারায়নি।

২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এদিন সমকামীদের সেনাবাহিনীতে যোগদান সংক্রান্ত সরকারি নীতি ‘ডোন্ট আস্ক ডোন্ট টেল’ নীতি সরকারিভাবে প্রত্যাহার করার সিদ্ধান্তে সিলমোহর দেন।

১৯৮৯ নিকোলাই চাওসেস্কু এদিন রোমানিয়াতে ক্ষমতাচ্যুত হন। ১৯৬৫ থেকে তিনি সেদেশের সর্বোচ্চ শাসক ছিলেন। ১৭ ডিসেম্বর তিমিসোয়ারা শহরে সরকার বিরোধী বিক্ষোভে গুলিচালনার পর থেকেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন চূড়ান্ত আকার নেয়। তারই জেরে তিনি ক্ষমতা হারান। এদিনই হেলিকপ্টারে চেপে সস্ত্রীক দেশ ছাড়ার চেষ্টা করেন, কিন্তু বিদ্রোহীরা তাঁদের ধরে ফেলে।

১৮৫১ সালের ২২ ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয়। রুরকিতে স্থানীয় একটি খাল নির্মাণকার্যে মালপত্র আনা নেওয়া করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিল।

১৭৯৭ রাজা নবকৃষ্ণ দেব (১৭৩৩-১৭৯৭) এদিন প্রয়াত হন। বাংলার বুকে ইংরেজদের প্রতিপত্তি বিস্তারের অন্যতম সহায়ক। ১৭৫৭ সালে কলকাতায় নতুন তৈরি শোভাবাজার রাজবাড়িতে তিনি রবার্ট ক্লাইভের উপস্থিতিতে প্রথম দুর্গাপূজা শুরু করেন যা কলকাতা শহরের সবথেকে পুরনো দুর্গাপূজা। ১৭৬৬-তে ক্লাইভের চেষ্টায় ‘মহারাজ বাহাদুর’ উপাধি ও ৬ হাজারি মনসবদারের পদ পান। রাজা কৃষ্ণচন্দ্রের মতো তাঁরও পণ্ডিতসভা ছিল। মায়ের শ্রাদ্ধে ১০ লক্ষ টাকা ব্যয় করেন। সেই শ্রাদ্ধ সভায় উপস্থিত অভ্যাগত ও দীনদরিদ্রদের জন্য পণ্যবীথিকা নির্মাণ করেন। সেই সূত্রে পূর্বতন রাসপল্লির নতুন নাম হয় সভাবাজার, লোকমুখে সেটাই হয়ে দাঁড়ায় শোভাবাজার। কলকাতায় মাদ্রাসা কলেজ ও সেন্ট জর্জ চার্চ নবকৃষ্ণের দান করা জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...