Saturday, December 20, 2025

গ্যাংস্টার বনাম পুলিশের লড়াই, ব্রাত্য বসুর ‘হুব্বা’ নিয়ে বাড়ছে উন্মাদনা!

Date:

Share post:

টিজারের উন্মাদনার ট্রেলারেও স্বমহিমায় বিরাজমান। দিন তিনেক আগেই নাট্যকার, অভিনেতা, রাজনীতিবিদ ব্রাত্য বসু (Bratya Basu) পরিচালিত ‘হুব্বা’ (Hubba) সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে। চলতি সপ্তাহে দুটো বড় বাংলা ছবি, দক্ষিণী ছবি এবং শাহরুখের ছবির মাঝেও ‘হুব্বা’ নিয়ে জোর চর্চা টলিউডে (Tollywood)। ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারের প্রতি ছত্রে টানটান উত্তেজনার ঝলক মিলেছে। ধুন্ধুমার অ্যাকশন, পুলিশের থার্ড ডিগ্রি, যৌনতা – কী নেই সেখানে? কুখ্যাত গ্যাংস্টারের রাজত্ব আর অন্ধকার জগতের গল্প বড় পর্দায় নিয়ে আসতে হোমওয়ার্কের যে এতটুকু ত্রুটি রাখেননি ব্রাত্য বসু, সেটা ট্রেলারেই পরিষ্কার হয়ে গেছে।

‘ফ্রেন্ডস কমিউনিকেশন’-এর (Friends Communication) তরফে ডিজিটালি এই ট্রেলার প্রকাশ করা হয়েছে। নতুন বছরের প্রথম মাসেই সিলভার স্ক্রিনে মুক্তি পাবে এই ছবি। মুখ্য চরিত্রে মোশারফ করিমের (Mosharraf Karim) অভিনয় যে দর্শকের মন জিতবে সেই আভাস ট্রেলারেই মিলেছে। তবে ছবিতে দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta) নিয়ে এসে চমক দিয়েছেন ব্রাত্য। কমার্শিয়াল থ্রিলার ঘরানার ‘হুব্বা’ ছবির সংলাপের ঝাঁঝ সিনেমা হলে হাততালির বন্যা বইয়ে দেবে এমনটাই আশা করছে প্রযোজনা সংস্থা। ছবির ব্যাপারে পরিচালক ব্রাত্য বসু জানিয়েছেন, ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ বিষয়ভিত্তিক ছবিটি গুরুত্ব দেয় এবং কাজের ব্যাপারে পরিচালককে পূর্ণ স্বাধীনতা দিতে জানে তারা। মোশারফ ছাড়া যে এই ছবি সম্পূর্ণ হতে পারত না সে কোথাও স্বীকার করে নিয়েছেন পরিচালক। প্রথম রাউন্ডে সসম্মানে উত্তীর্ণ হয়েছে এই ছবির টিজার এবং ট্রেলার। ব্রাত্য বসুর মুন্সিয়ানায় এবার বড় পর্দা কাঁপাতে ১০০% আশাবাদী টিম ‘হুব্বা’।

spot_img

Related articles

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে...

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...