Thursday, August 21, 2025

চিনা প্রযুক্তির হাতিয়ারে কাশ্মীর ছিনিয়ে নেওয়ার ‘চেষ্টা’ পাকিস্তানের!

Date:

Share post:

কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলার পরই দেশের গোয়েন্দা সংস্থা সন্দেহ করেছিল সেই হামলায় হাত রয়েছে পাকিস্তান ও চিনের। তবে গোয়েন্দাদের সাম্প্রতিকতম রিপোর্ট রীতিমত চাঞ্চল্যকর দাবি করছে, যেখানে দেখা যাচ্ছে হামলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপেই জঙ্গিগোষ্ঠী ব্যবহার করেছে চিনা প্রযুক্তি (Chinese technology)। অস্ত্র থেকে ক্যামেরা – কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ওপর ঘটানো তিনটি আক্রমণেই জঙ্গিদের হাতে চিনের প্রযুক্তি।

পুঞ্চে হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) জঙ্গিগোষ্ঠীর একটি শাখা। কাশ্মীরে ২০২৩ সালেই সেনাবাহিনীর ওপর তিনটি হামলার ঘটনা ঘটেছে। সবক্ষেত্রেই ভারতীয় গোয়েন্দা বাহিনী লক্ষ্যণীয় একটি মিল পেয়েছে, যা দেশের নিরাপত্তার জন্য একটা বড় আশঙ্কা তৈরি করছে। জঙ্গি আক্রমণের জন্য সংকেত পাঠাতে যে ডিভাইস (device) লস্কর ব্যবহার করেছে তা চিনা প্রযুক্তিতে তৈরি চিনা ডিভাইস। যে স্নাইপার নিয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে তা চিনে তৈরি করা। এমনকি হামলার পর হামলার ছবি শেয়ার করার জন্য যে যন্ত্র তারা ব্যবহার করেছে তাও চিনা প্রযুক্তিতে তৈরি।

পাকিস্তান ও চিনের বৈদেশিক চুক্তিতে দুদেশের মধ্যে অস্ত্র ও প্রযুক্তি বিনিময়ের শর্ত রয়েছে। অর্থাৎ চিন পাকিস্তানকে নিয়মিত অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করে। কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তান থেকে ভারতের ওপর হামলা চালানো জঙ্গিগোষ্ঠীর হাতে সেই অস্ত্র, এমনকি প্রযুক্তিও। তাহলেই প্রশ্ন ওঠে জঙ্গিগোষ্ঠী এই প্রযুক্তি কোথা থেকে পাচ্ছে। তাহলে কী পাকিস্তানই লস্কর, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গিদের সরবরাহ করছে? যদি পাকিস্তানের থেকেই এই অস্ত্র ও প্রযুক্তি লস্কর, জইশ পেয়ে থাকে তাহলে কী পাকিস্তান ইচ্ছাকৃতভাবেই তা সরবরাহ করছে? তবে দুই প্রতিবেশী দেশের এই চক্রান্ত এত দেরিতে ফাঁস হওয়ায় গোয়েন্দাদের তৎপরতা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...