খাঁচা পাতা হয়েছে ঠিকই, কিন্তু বাঘমামা এখনও সে ফাঁদে পা দেননি। ফলে স্বস্তির ঘুম উড়েছে গ্রামবাসীদের। উপেন্দ্রনগর গ্রাম (Upendranagar) লাগোয়া জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে জোড়া বাঘ। সোমবারের পর আজ মঙ্গলেও মুহুর্মুহু বাঘের গর্জন শুনে পিলে চমকে যাওয়ার জোগাড়। তার সঙ্গে আবার ঠাকুরাইন নদীর ধারে, চাষের খেতে রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) পায়ের ছাপ দেখে আত্মারাম খাঁচাছাড়া গ্রামবাসীদের।

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর গ্রামের বাসিন্দাদের মনে এখন শুধুই বাঘের আতঙ্ক। চাষবাস, নদীতে মাছ, কাঁকড়া ধরাও বন্ধ করে দিয়েছেন তাঁরা। টায়ার, মশাল জ্বালিয়ে চলছে রাত-পাহারা। দক্ষিণ ২৪ পরগনার ADFO-র নেতৃত্বে এলাকায় রয়েছেন অভিজ্ঞ বন কর্মীরা। নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গ্রাম লাগোয়া জঙ্গল। কিন্তু বাঘ কোন ফাঁদেই পা দেয়নি। ফ্রেস কিছু পাগ মার্ক দেখে একটা নয় বরং এক জোড়া বাঘ আশেপাশেই ঘোরাফেরা করছে বলে অনুমান করছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা।