উৎসবের মরশুম শুরু হতেই শহরে চোখ রাঙাচ্ছে কোভিড (COVID 19)। ফের ৫ কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গেল কলকাতায়। আক্রান্তরা সবাই বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি। তবে কারো অবস্থাই আশঙ্কারজনক নয়। এর আগে আটজন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৩। তবে এর আগে আক্রান্ত রোগীদের কারো শরীরেই নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন ওয়ানের (JN.1) সংক্রমণ পাওয়া যায়নি।

বড়দিনের আনন্দ মিটতেই সতর্ক হওয়ার পালা শুরু। মঙ্গলবারই রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত ৫ জন। দুজন বেকবাগানের কাছে একটি বেসরকারি হাসপাতাল ও বাকি তিনজন ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। অন্যদিকে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য যে আটজনের নমুনা কল্যাণীতে (Kalyani) পাঠানো হয়েছিল তাদের শরীরে জেএন ওয়ান-এর উপস্থিতি পাওয়া যায়নি। মঙ্গলবার আক্রান্তদের নমুনাও পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য।
