Monday, November 10, 2025

করদাতাদের অর্থের নির্লজ্জ অপচয়! স্টেশনে ‘সেলফি বুথ’ নিয়ে মোদি সরকারকে তী.ব্র আ.ক্রমণ খাড়গের 

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন। তৃতীয়বারের জন্য নির্বাচনী বৈতরণী পার হতে মোদি সরকারের ভরসা ‘আত্মপ্রচার’! এরমাঝে ধামাচাপা পড়েছে বছরে দু’কোটি কর্মসংস্থান, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি কমানোর প্রতিশ্রুতি, ব্যাঙ্ক পরিষেবা, রাস্তাঘাটের বেহাল দশা। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহ রেলওয়ে স্টেশনগুলিতে “সেলফি বুথ” তৈরির ইস্যুতে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার মোদি সরকারের কটাক্ষ করে কংগ্রেস সভাপতি বলেছেন, এটা করদাতাদের অর্থের নির্লজ্জ অপচয় ছাড়া আর কিছুই নয়। নিজের এক্স হ্যান্ডেলে সেলফি বুথগুলি সম্পর্কিত তথ্যের অধিকার আইনের অধীনে করা প্রশ্নের জবাবে সেন্ট্রাল রেলওয়ের দেওয়া তথ্যের উল্লেখ করেছেন খাড়গে।

কংগ্রেস সভাপতির বক্তব্য, “মোদি সরকার রাজ্যগুলিকে খরা এবং বন্যা ত্রাণ দেয়নি। বিরোধী শাসিত রাজ্যগুলির জন্য মনরেগা তহবিলও মুলতুবি রয়েছে। কিন্তু এই সস্তা নির্বাচনী স্টান্টে উদারভাবে জনগণের অর্থ ব্যয় করছে!” উল্লেখ্য, তথ্যের অধিকার আইনের অধীনে করা প্রশ্নের জবাবে সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, রেল স্টেশনগুলিতে যথাক্রমে ১.২৫ লাখ এবং ৬.২৫ লাখ টাকা খরচে অস্থায়ী এবং স্থায়ী সেলফি বুথ স্থাপন করা হয়েছিল। এই প্রসঙ্গে খাড়গে তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে বলেছেন, “মোদি সরকারের আত্মমগ্ন প্রচারের কোন সীমা নেই! রেলওয়ে স্টেশনগুলিতে মোদির ৩ডি সেলফি পয়েন্ট স্থাপন করে করদাতাদের অর্থের একেবারে নির্লজ্জ অপচয় করা হচ্ছে।” উল্লেখ্য, রেলওয়ে বোর্ড গত সেপ্টেম্বরে ১৯টি জোনাল রেলওয়ের জেনারেল ম্যানেজারদের স্টেশনগুলিতে সেলফি বুথ স্থাপন করতে নির্দেশ দিয়েছিল।

 

আরও পড়ুন- বৃষ্টি কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হলো ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের ম‍্যাচ

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...