Thursday, December 18, 2025

গঙ্গাসাগরের পথে ডুবে থাকা জাহাজ ঘিরে চর! দ্রুত পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অত্যন্ত তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata BAnerjee)। বুধবার নবান্নে (Nabanna) তিনি তুলে ধরেন একটি ডুবে জাহাজের প্রসঙ্গ। গত একমাস আগে সেই জাহাজ ঘিরে তৈরি হয়েছে চর। সেই চরে ধাক্কা লেগে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এত কম সময়ে এই জাহাজ সরানো সম্ভব নয়। তার জন্য এই জায়গাটি চিহ্নিত করে দিতে বলেছেন মমতা।

গঙ্গাসাগর মেলায় (Gangasaga Mela) প্রতিবারই লাখো মানুষ পুণ্যস্নান করেন। সারা দেশের মানুষের কাছে এই মেলা রাজ্যের তরফে একটি গর্বের বিষয়। সেই কারণে আয়োজনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে রাজ্য প্রশাসন। সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করতে এদিন বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ড্রেজিং নিয়ে নির্দেশ দেন তিনি। বলেন, ”তোমরা একটা বড় কাজ করেছ। তবুও ড্রেজিংয়ের ব্যাপারটা দেখে নিতে হবে। বাংলাদেশের যে জাহাজটা ডুবে আছে, সেটা যদি সেনাবাহিনীর সঙ্গে যদি কথা বলা যায়। ওদের তো অনেক বিশেষজ্ঞ আছে।”

নৌসেনা জানায়, তাদের কাছে এই বিষয়ে বিশেষজ্ঞ নেই। এই ধরনের ঘটনায় তারা আউট সোর্সিংয়ের মাধ্যমে কাজ করে। এরপরেই মুখ্য়মন্ত্রী (Mamata BAnerjee) জানান, এই কাজে সময় লাগবে। সুতরাং এখুনি জায়গাটি চিহ্নিত করে দিতে হবে। যাতে ওখান দিয়ে ভেসেল না চলে। মমতা নির্দেশ দেন, গঙ্গাসাগর মেলা মিটে যাওয়ার পরেই জাহাজটা তোলার বিষয়ে কী করা যায় সেটা দেখতে হবে।

আধিকারিকরা জানান, এই জাহাজ সম্পর্কে আগে জানা ছিল না। ২০১৩ সালে জাহাজটা ডুবে গেছিল। তারপর সেখান থেকে চর সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে মুড়িগঙ্গায় ড্রেজিং শুরু করা হয়েছে। কাজের অগ্রগতি দেখতে সাগরদ্বীপে পরিদর্শনে যান সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তখনই সেচ দফতরের তরফে জানানো হয়েছে, লট-৮-এর অদূরে ২ এবং ৩ নম্বর পোলের মধ্যে নতুন করে একটি চর দেখা দিয়েছে। ড্রেজিংয়ের বাকি কাজ হয়ে গেলেও নতুন তৈরি হওয়া এই চর কাটাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...