Thursday, December 25, 2025

ভারতীয় দলের টেস্ট জার্সিতে বদল, ১৬৬ দিন পর লাল ছেড়ে নীল রঙে রোহিতরা

Date:

Share post:

ভারতীয় দলের টেস্ট জার্সি বদলে গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে জার্সি পরে রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলছেন,তাতে বুকের মাঝে স্পন্সরের নাম লেখা নীল রঙে।অথচ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি বছরের জুলাইয়ে ভারতীয় দলের জার্সিতে স্পন্সরের নাম লেখা ছিল টকটকে লাল রঙে। সেই জার্সি নাপসন্দ ছিল অধিকাংশেরই। এমনকী বিতর্ক তৈরি হয়েছিল। ১৬৬ দিন পর ভারতীয় দলকে দেখা যাচ্ছে লাল রং ছেড়ে নীল রঙে ফিরে আসতে।

এর আগে টেস্ট ক্রিকেটের জার্সিতে সাদা ছাড়া অন্য কোনও রঙের প্রবেশ ঘটেনি।২০১৯ সালের আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে ধবধবে সাদা জার্সি পরে নামতেন ক্রিকেটাররা। সেই জার্সিতে বুকের বাম দিকে সংশ্লিষ্ট দেশের লোগো থাকত।কিন্তু সময় বদলেছে। দাবি মেনে চার বছর আগে প্রথম সেই প্রথা ভাঙে আইসিসি। সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টের জার্সিতেও সংশ্লিষ্ট ক্রিকেটারের নাম এবং নম্বর লেখা চালু হয়।প্রতিটি দেশই সেই থেকে এই নিয়ম অনুসরণ করছে। রঙের ক্ষেত্রে কিছুটা ফারাক থাকলেও, কারও জার্সির পিঠে নাম এবং সংখ্যার রং কালো, কারো ক্ষেত্রে মেরুন, কারো আবার হালকা সবুজ। শুধু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্ষেত্রে বছরে একবার জার্সির রং বদল করা হয়।তার নেপথ্যেও কারণ আছে।অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার গ্লেন ম্যাকগ্রা এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের ক্যানসার সচেতনার প্রচারের জন্য ওইদিন গোলাপি রঙের ছোঁয়া থাকে জার্সিতে।

ভারত এত দিন গাঢ় নীল রঙের নাম ও নম্বর লেখা জার্সি পরেই নামত।কিন্তু পুরো বিষয়ের বদল ঘটেছিল ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে। আমেরিকার একটি সংস্থা এখন ভারতীয় দলের কিট স্পন্সর। তারাই জার্সি তৈরির বরাত পেয়েছে। তাদের লোগোর রং অনুযায়ী ভারতের জার্সিতে এখন দেখা যাচ্ছে হালকা নীল রঙের আধিক্য। নাম এবং নম্বর তো বটেই, কাঁধের কাছে তিনটি ‘স্ট্রাইপ’ এবং কলারেও হালকা নীল রং দেখা যাচ্ছে। কিন্তু বিতর্ক তৈরি জার্সির মূল স্পন্সরের লোগো নিয়ে। সেই সংস্থার নাম রোহিত শর্মা, বিরাট কোহলির জার্সির বুকে টকটকে লাল রঙে জ্বলজ্বল করছিল।জার্সির বাকি অংশে যেখানে নীল রঙের আধিক্য, সেখানে বুকের কাছে এই লাল রং নিতান্তই বেমানান বলে মনে হচ্ছে অনেকের। রঙের মধ্যেই বৈপরীত্য রয়েছে। শেষ পর্যন্ত সেই লাল এ বার বদলে গিয়ে নীল হয়ে গিয়েছে। জার্সির বাকি নীল রঙের সঙ্গে মানানসই রাখতে এই সিদ্ধান্ত।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...