Sunday, January 11, 2026

বিমানে উঠে বিপাকে! দিল্লির পরিবর্তে ৩০০ কিলোমিটার দূরে কেন নামলেন রাহুল?

Date:

Share post:

একেই মাত্রাতিরিক্ত দূষণের (Pollution) জের! আর তারওপর ঘন কুয়াশার (Fog) চাদরে ঢেকেছে রাজধানী শহর (Delhi)। ধীরে ধীরে দেশে শীতের (Winter) প্রকোপ কমতে থাকায় ঘন কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে আকাশ। আর সেকারণেই চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেশবাসীকে। এবার ঘন কুয়াশার জেরে বেজায় ফ্যাসাদে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। জানা গিয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লিতে নামতে পারেনি রাহুল গান্ধীর বিমান। পরিবর্তে ৩০০ কিলোমিটার দূরের এক শহরে পৌঁছে গিয়েছিলেন তিনি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

উল্লেখ্য, ঘন কুয়াশার চাদরে মুড়েছে দিল্লির আকাশ। আর সেকারণেই দিল্লিগামী একাধিক বিমান গত কয়েক দিনে ঘুরিয়ে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে নাগপুর থেকে দিল্লি যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন রাহুল। কিন্তু দিল্লি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কম ছিল। সেখানে তাই বিমান নামানো সম্ভব হয়নি। রাহুল যে বিমানে ছিলেন, সেটি ঘুরিয়ে দেওয়া হয় জয়পুরের দিকে। যা রাজধানী থেকে প্রায় ৩০৬ কিলোমিটার দূরে।

উল্লেখ্য, বৃহস্পতিবার নাগপুরে কংগ্রেসের মেগা র‌্যালিতে অংশ নিয়েছিলেন রাহুল। নাগপুরের কর্মসূচি সেরে দিল্লিতে ফেরার পথে এমন ঘটনার সাক্ষী হন সোনিয়া তনয়। গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে দিল্লি। আর সেকারণে বিমানের পাশাপাশি ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দিল্লিগামী ৫৮টি বিমান ঘুরিয়ে দিতে হয়েছে কম দৃশ্যমানতার কারণে।

 

 

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...