Tuesday, November 4, 2025

বিজেপি হেভিওয়েটদের পর মোহন ভাগবত, রাজ্যে ‘ধর্ম-তাস’ গেরুয়া শিবিরের

Date:

Share post:

পাঁচরাজ্যে বিধানসভা ভোট মিটতেই প্রায় ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপি নেতারা এই রাজ্যে। এবার লোকসভা ভোটের আগে রাজ্যে ধর্মীয় তাস আরও একবার। দুদিনের সফরে শহরে আসছেন মোহন ভাগবত। আরএসএসের (RSS) পক্ষ থেকে একে রুটিন সফর বলা হলেও এবার ভাগবতের সফরসূচি বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক। শনিবার সকালেই আসাম থেকে বাংলায় পৌঁছাবেন তিনি।

প্রতি বছর মার্চে প্রবাস কর্মসূচিতে বিভিন্ন রাজ্যে যান আরএসএস নেতৃত্ব। এবারেও সর-সঙ্ঘচালক মোহন ভাগবতের সফরকে সেই আখ্যাই দিয়েছে সঙ্ঘ। কিন্তু রাজনৈতিক মহলের দাবি লোকসভা ভোটের আগে ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিতে দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু করেছে আরএসএস নেতৃত্ব। সেই মতো বর্তমানে উত্তর-পূর্ব সফরে মোহন ভাগবত। শনিবার সকালে এই রাজ্যে আসছেন তিনি। কেশব ভবনেই রয়েছে তাঁর রাত্রিবাসের পরিকল্পনা।

তবে অন্যান্যবার প্রবাস চলাকালীন মোহন ভাগবতকে বিভিন্ন শিল্পী যেমন অজয় চক্রবর্তী, রাশিদ খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। কিন্তু এবারের সফরে শুধুমাত্র অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনও শিল্পীর সঙ্গে তাঁর সাক্ষাতের পরিকল্পনা নেই। যদিও পদ্মভূষণ ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনেতা হওয়ার পাশাপাশি গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও ছিলেন। তিনি সঙ্ঘ পরিবারেরও সদস্য। সেক্ষেত্রে তাঁর সঙ্গে সাক্ষাৎও রাজনৈতিক সাক্ষাৎই।

পাশাপাশি মোহন ভাগবতের সফরসূচিতে বিজেপি নেতা কল্য়াণ চৌবের সঙ্গে সাক্ষাৎ রয়েছে। আছে আরও দুই শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ যাঁরা বিজেপি ঘনিষ্ঠ। সাক্ষাৎ করবেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গেও। অন্যদিকে দুর্গাপুরে আসছেন সর-সঙ্ঘকার্যবাহ দত্তাত্রেয় হোসওয়ালে। লোকসভা ভোটে ৩৫ থেকে টার্গেট বাড়িয়ে ৪২ ঘোষণা করার পরই কি সঙ্ঘের স্মরণাপন্ন বিজেপি, উঠছে সেই প্রশ্নও।

spot_img

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...