Wednesday, November 5, 2025

বিজেপি হেভিওয়েটদের পর মোহন ভাগবত, রাজ্যে ‘ধর্ম-তাস’ গেরুয়া শিবিরের

Date:

Share post:

পাঁচরাজ্যে বিধানসভা ভোট মিটতেই প্রায় ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপি নেতারা এই রাজ্যে। এবার লোকসভা ভোটের আগে রাজ্যে ধর্মীয় তাস আরও একবার। দুদিনের সফরে শহরে আসছেন মোহন ভাগবত। আরএসএসের (RSS) পক্ষ থেকে একে রুটিন সফর বলা হলেও এবার ভাগবতের সফরসূচি বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক। শনিবার সকালেই আসাম থেকে বাংলায় পৌঁছাবেন তিনি।

প্রতি বছর মার্চে প্রবাস কর্মসূচিতে বিভিন্ন রাজ্যে যান আরএসএস নেতৃত্ব। এবারেও সর-সঙ্ঘচালক মোহন ভাগবতের সফরকে সেই আখ্যাই দিয়েছে সঙ্ঘ। কিন্তু রাজনৈতিক মহলের দাবি লোকসভা ভোটের আগে ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিতে দেশের বিভিন্ন প্রান্তে সফর শুরু করেছে আরএসএস নেতৃত্ব। সেই মতো বর্তমানে উত্তর-পূর্ব সফরে মোহন ভাগবত। শনিবার সকালে এই রাজ্যে আসছেন তিনি। কেশব ভবনেই রয়েছে তাঁর রাত্রিবাসের পরিকল্পনা।

তবে অন্যান্যবার প্রবাস চলাকালীন মোহন ভাগবতকে বিভিন্ন শিল্পী যেমন অজয় চক্রবর্তী, রাশিদ খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। কিন্তু এবারের সফরে শুধুমাত্র অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনও শিল্পীর সঙ্গে তাঁর সাক্ষাতের পরিকল্পনা নেই। যদিও পদ্মভূষণ ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনেতা হওয়ার পাশাপাশি গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও ছিলেন। তিনি সঙ্ঘ পরিবারেরও সদস্য। সেক্ষেত্রে তাঁর সঙ্গে সাক্ষাৎও রাজনৈতিক সাক্ষাৎই।

পাশাপাশি মোহন ভাগবতের সফরসূচিতে বিজেপি নেতা কল্য়াণ চৌবের সঙ্গে সাক্ষাৎ রয়েছে। আছে আরও দুই শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ যাঁরা বিজেপি ঘনিষ্ঠ। সাক্ষাৎ করবেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গেও। অন্যদিকে দুর্গাপুরে আসছেন সর-সঙ্ঘকার্যবাহ দত্তাত্রেয় হোসওয়ালে। লোকসভা ভোটে ৩৫ থেকে টার্গেট বাড়িয়ে ৪২ ঘোষণা করার পরই কি সঙ্ঘের স্মরণাপন্ন বিজেপি, উঠছে সেই প্রশ্নও।

spot_img

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...