Wednesday, November 5, 2025

স্মারকলিপিতে মেলেনি সাড়া, ১০০% VVPAT চেয়ে I.N.D.I.A-র তরফে নির্বাচন কমিশনকে চিঠি কংগ্রেসের

Date:

Share post:

লোকসভা ভোটে ১০০% ভিভিপ্যাটের দাবির কথা চতুর্থ I.N.D.I.A. জোটের বৈঠকের পরেই জানিয়ে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দিল্লির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলেই জানান তিনি। সেই মতো এবার এই বিষয় নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখল কংগ্রেস (Congress)। কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jayram Ramesh) এই চিঠি পাঠান।

দিল্লিতে I.N.D.I.A.-র বৈঠকের পরে সংসদ ভবনে বাংলার দাবি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর সংসদে তৃণমূলের অফিসে তাঁর সঙ্গে দেখা হয় বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের। তৃণমূল (TMC) সুপ্রিমো তাঁকে বলেন, ইন্ডিয়া জোটের উচিত ভিভিপ্যাট ব্যবহারের দাবি জানানো। তাঁর এই বক্তব্যকে ইন্ডিয়া জোটের বৈঠকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। সেই সময় দিগ্বিজয় অভিযোগ করেন, বারবার সময় চাওয়ার পরেও জাতীয় নির্বাচন কমিশন তাঁকে সাক্ষাতের সময় দিচ্ছে না। ফলে VVPAT সংক্রান্ত দাবি জানানোর সুযোগ পাওয়া যাচ্ছে না। সূত্রে খবর, দিগ্বিজয়-সহ অন্যান্য কংগ্রেস নেতাদের নির্বাচন কমিশনের সামনে ধর্নার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই ইস্যুতে নিজের দলীয় সাংসদদেরও নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

এরপরেই জোটের তরফ থেকে ‘VVPAT’ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কিন্তু সেই স্মারকলিপির প্রেক্ষিতে এখনও পর্যন্ত I.N.D.I.A.  জোটের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় দেয়নি নির্বাচন কমিশন। এবার চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে দাবি জানানো হয়েছে, সরাসরি ভিভিপ্যাট স্লিপ বাক্সে ঢুকে যাওয়ার বদলে, ভোটারদের হাতে দেওয়া হোক। ভোটাররাই সেটি মিলিয়ে দেখে আলাদা ব্যালট বাক্সে ফেলবেন। তাহলেই ভিভিপ্যাট স্লিপের ১০০ শতাংশ গণনা সম্ভব হবে বলে চিঠিতে দাবি জানানো হয়েছে।

দিল্লিতে INDIA বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত প্রায় সবদলের নেতৃত্বই মোদি সরকারের বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তোলেন। সেখানেই সিদ্ধান্ত হয়, ১০০ শতাংশ ভিভিপ্যাট–এর বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হবে। সেই মতো জোটের পক্ষ থেকে চিঠি দিল কংগ্রেস।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...