Saturday, November 8, 2025

গণধর্ষণে আইটি সেলের কর্মী যুক্ত বলেই মুখে কুলুপ, বিজেপিকে তোপ শশী পাঁজার

Date:

Share post:

বিজেপি নেতাদের ঘনিষ্ঠরাই অপরাধী।বারাণসীর আইআইটি-বিএইচই শ্লীলতাহানি কাণ্ডের সঙ্গে যুক্ত যে তিনজনকে ঘটনার প্রায় দু মাস পর গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন বারাণসীতে বিজেপির ‘আইটি সেল’-এর সদস্য। এই বিষয়ে বিজেপি চুপ কেন, প্রশ্ন তুলল মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শশী পাঁজা বলেন, ২ নভেম্বরের এই ঘটনা অত্যন্ত গুরুতর। যে মেয়েটির উপর অত্যাচার হয়েছে, সেই মেয়েটি সেখানে পড়াশোনা করতো। মেয়েটি কালপ্রিটদের নাম বলে দিয়েছিল। তারপরও তাদের ধরতে দু’মাস সময় লাগলো। আর ধরা পড়ার পর জানা গেল, যারা এই কুকীর্তিটি ঘটিয়েছেন তারা বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত।
এদিন তিনি অভিযোগ করেন,উত্তরপ্রদেশ মহিলাদের ওপর নির্যাতনের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে। এত বড় একটা ঘটনা ঘটার পরও বিজেপি মুখে কুলু এঁটেছে।অমিত-মালব্য তো বিজেপি আইটি সেলের দায়িত্বে আছেন। তিনি সুযোগ পেলেই তো তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের সম্পর্কে বলতে থাকেন, টুইট করেন। এখন নিজের দলের কর্মীরা ধরা পড়ার পর তিনি চুপ কেন? প্রশ্ন শশী পাঁজার।
তিনি অভিযোগ করেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কাশীতেও রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সেখানকার সাংসদ। তবুও মহিলাদের উপর এই অত্যাচারের কথা নিয়ে বিজেপি একটি কথাও বলবে না। কোনরকম পদক্ষেপ না নেওয়ায় ভুলবার্তা যাচ্ছে মানুষের কাছে। উত্তরপ্রদেশে বারবার এমন ঘটনা ঘটছে অথচ বিজেপির এই বিষয়ে কোনও উচ্চবাচ্য নেই।
এরই পাশাপাশি এদিন মন্ত্রী অভিযোগ করেন,অদ্ভূতভাবে জাতীয় মহিলা কমিশনও এই বিষয়টি নিয়ে নীরব। যেহেতু বিজেপি কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাই তারা স্বতঃস্ফূর্ত হয়ে আর এগিয়ে আসেন না। অথচ পান থেকে চুন খসলেই, এ রাজ্যে তো বটেই অন্য জায়গায় ছুটে যান।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...