Monday, August 25, 2025

গণধর্ষণে আইটি সেলের কর্মী যুক্ত বলেই মুখে কুলুপ, বিজেপিকে তোপ শশী পাঁজার

Date:

Share post:

বিজেপি নেতাদের ঘনিষ্ঠরাই অপরাধী।বারাণসীর আইআইটি-বিএইচই শ্লীলতাহানি কাণ্ডের সঙ্গে যুক্ত যে তিনজনকে ঘটনার প্রায় দু মাস পর গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন বারাণসীতে বিজেপির ‘আইটি সেল’-এর সদস্য। এই বিষয়ে বিজেপি চুপ কেন, প্রশ্ন তুলল মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শশী পাঁজা বলেন, ২ নভেম্বরের এই ঘটনা অত্যন্ত গুরুতর। যে মেয়েটির উপর অত্যাচার হয়েছে, সেই মেয়েটি সেখানে পড়াশোনা করতো। মেয়েটি কালপ্রিটদের নাম বলে দিয়েছিল। তারপরও তাদের ধরতে দু’মাস সময় লাগলো। আর ধরা পড়ার পর জানা গেল, যারা এই কুকীর্তিটি ঘটিয়েছেন তারা বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত।
এদিন তিনি অভিযোগ করেন,উত্তরপ্রদেশ মহিলাদের ওপর নির্যাতনের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে। এত বড় একটা ঘটনা ঘটার পরও বিজেপি মুখে কুলু এঁটেছে।অমিত-মালব্য তো বিজেপি আইটি সেলের দায়িত্বে আছেন। তিনি সুযোগ পেলেই তো তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের সম্পর্কে বলতে থাকেন, টুইট করেন। এখন নিজের দলের কর্মীরা ধরা পড়ার পর তিনি চুপ কেন? প্রশ্ন শশী পাঁজার।
তিনি অভিযোগ করেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কাশীতেও রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সেখানকার সাংসদ। তবুও মহিলাদের উপর এই অত্যাচারের কথা নিয়ে বিজেপি একটি কথাও বলবে না। কোনরকম পদক্ষেপ না নেওয়ায় ভুলবার্তা যাচ্ছে মানুষের কাছে। উত্তরপ্রদেশে বারবার এমন ঘটনা ঘটছে অথচ বিজেপির এই বিষয়ে কোনও উচ্চবাচ্য নেই।
এরই পাশাপাশি এদিন মন্ত্রী অভিযোগ করেন,অদ্ভূতভাবে জাতীয় মহিলা কমিশনও এই বিষয়টি নিয়ে নীরব। যেহেতু বিজেপি কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাই তারা স্বতঃস্ফূর্ত হয়ে আর এগিয়ে আসেন না। অথচ পান থেকে চুন খসলেই, এ রাজ্যে তো বটেই অন্য জায়গায় ছুটে যান।

spot_img

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...