Sunday, December 28, 2025

রামজন্মভূমি নিয়ে প্রশ্ন করার শুভেন্দু-অনুগামীদের রোষানলে নচিকেতা! গায়কের বিরুদ্ধে ‘ফতোয়া’

Date:

Share post:

ন্যায্য প্রশ্ন করলে, যুক্তি দিয়ে বিরোধিতা করলেই বিজেপি-র রোষানলে পড়তে হয় শিল্পী থেকে সাহিত্যিক, বুদ্ধিজীবীদের। এবার বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতার অনুগামীদের ফতোয়া সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে। অযোধ্যায় রামজন্মভূমিতে মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিজেপির রাজনীতিকে কটাক্ষ করায় সঙ্গীতশিল্পীকে ব্যানের (ban) হুমকি। শুভেন্দু অনুগামীদের নিশানায় বাংলার অত্যন্ত জনপ্রিয় গায়ক।

সম্প্রতি একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে রামের জন্মভূমি নিয়ে প্রশ্ন তোলেন। অযোধ্যাকে রামের জন্মভূমি হিসাবে প্রতিষ্ঠা করাকে রাজনৈতিক উদ্দেশ্য (political agenda) প্রণোদিত বলে অভিযোগ তোলেন তিনি। রামমন্দিরের প্রতিষ্ঠার বিষয়টিকে আদৌ ধর্মীয় বিষয় নয় বলে দাবিও করেন তিনি। ২২ জানুয়ারি রামমন্দিরের প্রতিষ্ঠা নিয়ে ইতিমধ্যেই বিজেপি ও যোগি আদিত্যনাথ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য ইতিমধ্যেই সামনে প্রকাশ পেয়ে গিয়েছে। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অযোধ্যা সফর আরও স্পষ্ট করে দিয়েছে অযোধ্যা নিয়ে মোদি সরকারের লোকসভা ভোটের প্রচারের বিষয়টি।

এতদিন কেন্দ্রের বিরোধী দলগুলি অযোধ্যা নিয়ে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছিল। এবার সেই প্রশ্ন তুললেন সঙ্গীতশিল্পী নচিকেতা। কিন্তু প্রশ্ন তুলতেই নীতি পুলিশদের রোশের মুখে শিল্পী। নচিকেতা যেখানে স্পষ্ট বলেছেন অযোধ্যায় ধর্ম নেই, রাজনীতি আছে, সেখানেও ধর্মকে অপমান করার অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া পোস্টে (social media post)। এমনকি অন্য সব সামাজিক পরিস্থিতিতে যখন শিল্পী হিসাবে প্রশ্ন তুলতেন নচিকেতা তখন তাঁকে সমর্থন করলেও রামমন্দিরের বিষয়ে কথা বলায় তাঁর গান শোনা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টে।

spot_img

Related articles

SIR-এর শুনানি পর্বে কী কী দায়িত্ব BLA-টু-দের: ভার্চুয়াল সভায় নির্দেশ সুব্রতর

রাজ্যে এসআইআর পর্বে প্রায় ১ লক্ষ ৩৬ হাজার মানুষ ডাক পেয়েছেন শুনানির। মূলত তালিকায় নাম যাদের ওঠেনি তাঁরাই...

নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন: বিএলএ-দের নির্দেশ অভিষেকের

ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েই বাংলার নির্বাচনে খেলা শুরু করেছে নির্বাচন কমিশন। একদিকে নাম না থাকা প্রায়...

রাসেলের অপেক্ষায় কোচ সৌরভ, হারলেও দলকে ইতিবাচক থাকার বার্তা

হার দিয়েই কোচিং কেরিয়ারে অভিষেক হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly)।দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের হেডকোচের ভূমিকাতে শনিবার...

দরিদ্র রোগী, না মুখ্যমন্ত্রী? ডাক্তারের কাছে কে গুরুত্বপূর্ণ, যোগীকে শেখালেন বাঙালি চিকিৎসক

যেখানে সরকারি চোখ রাঙানিতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কার্যত বেহাল প্রশাসন, পুলিশ। সাধারণ মানুষের থেকে নেতা, মন্ত্রীদের তাবেদারিতে তৎপর...