Friday, December 19, 2025

জুটমিল শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত

Date:

Share post:

রাজ্যের ১১৩টি জুটমিলের প্রায় আড়াই লক্ষ শ্রমিকের জন্য এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হল। বুধবার, জুটমিল মালিকদের সংগঠন IJMA এবং সংগঠনের বাইরে থাকা জুটমিলের (Jute mill) প্রতিনিধি ও ২৩টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের শ্রম দফতরের মধ্যস্থতায় এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। রাজ্যের শ্রম, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক এই চুক্তি স্বাক্ষর উপলক্ষ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে পৌরহিত্য করেন। ছিলেন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ও INTTUC স্বীকৃত অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সোমনাথ শ্যাম।

এই বৈঠকের আগে মন্ত্রীর উপস্থিতিতে আরও ৯টি ত্রিপাক্ষিক ও একাধিক দ্বিপাক্ষিক বৈঠক হয়। অবশেষে এদিন সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে চুক্তি স্বাক্ষরিত হয়। তাতে প্রায় সবস্তরে শ্রমিকদের বেতন আর সুযোগ সুবিধার রেকর্ড বৃদ্ধি হয়েছে।

চুক্তির মূল বিষয়-
1. নতুন যে সব শ্রমিক জুটমিলের (Jute mill) কাজে যোগ দেবেন তাঁদের মোট বেতন (Gross Salary) হবে মাসিক ১৪,০৬৬ টাকা যা আগের নতুন যুক্ত হওয়া শ্রমিকরা যা পেতেন তার থেকে প্রায় ৩৫৬২ টাকা বেশি। এই চুক্তির ফলে নতুন শ্রমিক পিছু কোম্পানির খরচ (CTC) বাড়বে ৪৫৫০ টাকা।
সবচেয়ে পুরনো শ্রমিকদের বর্তমান মোট মাসিক বেতন ১৬৭১৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৭২৭১ টাকা হবে। অর্থাৎ মাসিক বৃদ্ধি ৫৫৩ টাকা।
২০১৯ সালে নিযুক্ত শ্রমিকদের মোট মাসিক বেতন ১৩৫৪৬ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৪১৩২ টাকা হবে। অর্থাৎ মাসিক বৃদ্ধি ৫৮৬ টাকা।
২০০২ সালে নিযুক্ত শ্রমিকদের মোট মাসিক বেতন ১৫২১০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হবে ১৫৮৩৭ টাকা। অর্থাৎ মাসিক বৃদ্ধি ৬২৭ টাকা।

2. বর্তমানে জুটমিলের কর্মরত সমস্ত শ্রমিকের অ্যাড হক ১৩০ টাকা অতিরিক্ত বেতন দেওয়া হবে।

3. সব শ্রমিকদের বাড়িভাড়া বাবদ ভাতা ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে।

4. আগে সবচেয়ে পুরনো শ্রমিকরা দৈনিক ৫০ পয়সা এবং নতুন শ্রমিকেরা ১৫ টাকা করে হাজিরা ভাতা পেতেন। নতুন চুক্তির মাধ্যমে সবচেয়ে পুরনো শ্রমিকেরা দৈনিক ১ টাকা এবং ন্যূনতম দৈনিক ৪৮৫ টাকা বেতনে নিযুক্ত শ্রমিকেরা দৈনিক ২০ টাকা হাজিরা ভাতা পাবেন।

5. এই প্রথম জুটমিলের শ্রমিকদের কাজের ধরন অনুযায়ী চার ভাগে বিভক্ত করা হয়েছে, অদক্ষ, সামান্য দক্ষ, দক্ষ ও অতি দক্ষ।

6. এই চার ভাগে সমস্ত শ্রমিকদের কাজের ধরন অনুযায়ী ভাগ করে তাদের নির্দিষ্ট fitment ভাতা দেওয়া হবে এবং আগামী ৬ মাসের মধ্যে state productivity council এর পরামর্শ নিয়ে শ্রমিকদের কাজের বোঝা, গ্রেড ও স্কেল নির্ধারণ করা হবে।

spot_img

Related articles

বাংলাদেশ এখন জিহাদিস্তান! হিংসাত্মক তাণ্ডবের তীব্র নিন্দা তসলিমার

মৌলবাদী ও জেহাদিদের বিক্ষোভে ফের উত্তাল বাংলাদেশ। ছাত্রনেতা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তি চরমে। প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে...

শনিবারই টি২০ বিশ্বকাপের দল ঘোষণা, গিল-ঈশানের নাম নিয়ে চর্চা

ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শেষেই বিশ্বকাপের (T20 World Cup) দল ঘোষণা। শনিবার দুপুরে বোর্ডের সদর দফতরে সাংবাদিক সম্মেলনের...

বাংলাদেশ প্রসঙ্গ টেনে বাংলায় হিংসা ছড়াচ্ছে বিজেপি: পুলিশি পদক্ষেপের দাবি কুণালের

উত্তপ্ত বাংলাদেশ। রাতভর ভারত বিরোধিতার একের পর এক নজির প্রতিবেশী দেশে। স্পষ্টত ব্যর্থ মহম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার।...

বাংলাকে নিয়ে বিজেপির কুৎসা, খতিয়ান তুলে পর্দাফাঁস তৃণমূলের

যে প্রবল বাংলাবিরোধী এবং বাংলার কুৎসাকারী, তা পদে পদে প্রমাণিত। বিজেপির দাবি আর বাস্তবচিত্রে বিস্তর ফারাক। তথ্য ও...