Thursday, November 6, 2025

বিজেপির পরিবর্ধিত অংশে পরিণত ইডি! অর্থমন্ত্রীকে সরানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি IRS আধিকারিকের

Date:

Share post:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Nirmala Sitaraman) অবিলম্বে তাঁর পদ থেকে সরানোর দাবি জানিয়ে এবার সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu) চিঠি (Letter) লিখলেন এক আইআরএস আধিকারিক (IRS Official)। তাঁর অভিযোগ, সীতারমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে বিজেপির একটি পরিবর্ধিত অংশে পরিণত করেছেন। আইআরএস আধিকারিকের আরও অভিযোগ, তামিলনাড়ুর এক বিজেপি নেতার সঙ্গে দুই দলিত কৃষকের জমিবিবাদের জেরে ওই সাধারণ দুই কৃষককে ডেকে পাঠিয়েছে ইডি (Enfoecement Directorate)। তার জেরেই রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন তিনি।

সূত্রের খবর, চেন্নাইয়ের জিএসটি এবং কেন্দ্রীয় আবগারির ডেপুটি কমিশনার বি বালা মুরুগান মঙ্গলবার রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, জমি নিয়ে বিজেপি নেতার সঙ্গে দুই দরিদ্র দলিত কৃষকের আইনি ঝামেলা চলছে। এই ঘটনায় ওই দুই দলিত প্রৌঢ় ও নিরক্ষর কৃষককে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুরুগান লেখা চিঠি লিখে রাষ্ট্রপতিকে জানিয়েছেন, তামিলনাড়ুর দুই দলিত প্রৌঢ় কৃষক- কান্নাইয়ানের বয়স ৭২ এবং কৃষ্ণানের ৬৭। তাঁরা সম্পর্কে দুই ভাই। তামিলনাড়ুর আঙুরে ৬.৫ একর কৃষি জমি আছে দুই ভাইয়ের। বর্তমানে এই জমি নিয়ে আইনি বিবাদ চলছে বিজেপি নেতা গুনাশেখরের সঙ্গে। তিনি সালেম পূর্ব জেলার বিজেপির সচিব। এই ঘটনায় কান্নাইয়ান ও কৃষ্ণানকে তলব করেছে ইডি। এদিকে দুই কৃষক ভাই স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে জমি জবরদখলের অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, দুই দলিত কৃষককে তলব করার যে চিঠি ইডি পাঠিয়েছে, সেই খামের উপর ওই দুই কৃষকের জাতও উল্লেখ করা আছে।

মুরুগানের আরও অভিযোগ, ২০২৩ সালের ২৬ জুন কৃষকদের তলবের চিঠিটি পাঠিয়েছেন রীতেশ কুমার। তিনি ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সেই চিঠি অনুযায়ী, রীতেশ কুমার আর্থিক তছরুপ সংক্রান্ত ২০০২ সালের পিএমএলএ আইনের আওতায় এর তদন্ত করছেন। তিনি কান্নাইয়ান ও কৃষ্ণানকে তদন্তকারী সংস্থার কাছে ৫ জুলাই হাজিরা দিতে নির্দেশ দেন। এরপর তাঁরা চেন্নাইয়ে শাস্ত্রী ভবনে ইডির কার্যালয়ে হাজিরা দিতে যান। অভিযোগ, সেখানে তাঁদের হুমকি দেন আধিকারিকরা। এই ঘটনায় আইআরএস মুরুগান লেখেন, “এতেই স্পষ্ট যে, ইডি বিজেপির বর্ধিত অংশ হয়ে উঠেছে। আর নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সফলভাবে ইডিকে বিজেপি পুলিশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে পরিণত করেছেন”।

 

 

 

 

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...