Wednesday, November 5, 2025

‘ভোকাল টনিকে’র খোঁজে ব্রিগেড সম্মেলনের আগের রাতে বুদ্ধদেবের বাড়িতে মীণাক্ষিরা

Date:

Share post:

রবিবার সিপিআইএমের (CPIM) যুব সংগঠন ডিওয়াইএফআই-এর (DYFI) ব্রিগেড (Brigade) সম্মেলন। ফের নতুন করে শহরকে স্তব্ধ করতে রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে লাল বাহিনী। তবে রাজনীতির ময়দানে ‘লাস্ট বয়’-রা ব্রিগেডে রবিবার কী দাপাদাপি করেন সেটাই এখন দেখার। তবে মুখে যুব সংগঠনের কথা আওড়ালেও সিপিএম-এর শীর্ষ নেতৃত্বের অঙ্গুলিহেলনেই যে এসব চলছে তা বুঝতে বাকি নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের। আর সেই মতোই ব্রিগেড সম্মেলনের আগে আগে শনিবার সন্ধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে গেলেন ডিওয়াইএফআই নেতৃত্ব।

এদিন ব্রিগেডের মাস্টারপ্ল্যানের কাণ্ডারি কলতান দাশগুপ্ত, মীণাক্ষি মুখোপাধ্যায়-সহ ডিওয়াইএফআই নেতৃত্ব গিয়েছিলেন বুদ্ধদেবের বাড়িতে। তাঁদের কথায় রবিবার ব্রিগেডের জন্য বার্তা আনতেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে নাকি পৌঁছে যান সিপিআইএমের যুব সংগঠনের প্রতিনিধিরা। তবে এদিন বুদ্ধদেবের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মীণাক্ষি জানিয়েছেন, রবিবার ব্রিগেড ভালো হবে, বড় হবে বলে জানিয়েছেন বুদ্ধবাবু। মীণাক্ষি বলেন, “আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। আমাদের পূর্বসূরির কাছে আগামীকালের ব্রিগেডে আমাদের দাবি-দাওয়ার কথা জানিয়েছি। উনি শুনেছেন। অভিনন্দন জানিয়েছেন। উনি বলেছেন, ৫০ দিন ধরে চলা ইনসাফ যাত্রার বড় হল্ট ব্রিগেড। ব্রিগেড খুব ভাল হবে বলে আশা করেছেন তিনি”। তবে মীণাক্ষি সাফ জানিয়েছেন, বর্তমানে উনি ভালো আছেন। আমাদের মধ্যে ১০ মিনিট কথা হয়েছে। তবে উনি শারীরিক অবস্থার কারণে কোনও অডিও বা ভিডিও বার্তা তিনি দেননি।

অন্যদিকে, এদিন বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “সবাই মিলে কামনা করছি আগামীকাল বড় মাপের একটা সমাবেশ হবে।”

 

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...